Joyland Movie: অস্কারে দেশের নাম উজ্জ্বল করতে পারে যে ছবি, তাকেই নিষিদ্ধ ঘোষণা পাকিস্তানের?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 14, 2022 | 12:11 PM

Pakistani Movie: জানা যাচ্ছে, ওই দেশের বিশিষ্টজনের দাবি, ছবিতে নাকি রয়েছে ইসলাম-বিরোধী কন্টেন্ট। যে ছেলেটি ছবির কেন্দ্রে সে এক রক্ষণশীল পরিবারের ছেলে। সেই ছেলেই বড় হয় প্রেমে পড়ে এক রূপান্তরকামী মহিলার।

Joyland Movie: অস্কারে দেশের নাম উজ্জ্বল করতে পারে যে ছবি, তাকেই নিষিদ্ধ ঘোষণা পাকিস্তানের?
নেপথ্যে কোন কারণ?

Follow Us

ছবির নাম ‘জয়ল্যান্ড’। ছবির পরিচালক সইম সাদিক। পাকিস্তানের এই ছবি এখন চর্চার কেন্দ্রস্থলে। অস্কারে মনোনয়ন পেয়েছে এই ছবি। সারা বিশ্বে পেয়েছে ভূয়সী প্রশংসা। অথচ নিজের দেশেই এই ছবি রোষানলে! নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই ছবিকে। নেপথ্যে রয়েছে কোন কারণ? জানা যাচ্ছে, ছবিতে নাকি ‘আপত্তিজনক’ বিষয় দেখান হয়েছে। আর সেই কারণেই নাকি দেশে ওই ছবির প্রদর্শন বন্ধ করেছে পাকিস্তান সরকার। কী রয়েছে ওই ছবিতে যে তা রাতারাতি চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে ও দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে?

জানা যাচ্ছে, ওই দেশের বিশিষ্টজনের দাবি, ছবিতে নাকি রয়েছে ইসলাম-বিরোধী কন্টেন্ট। যে ছেলেটি ছবির কেন্দ্রে সে এক রক্ষণশীল পরিবারের ছেলে। সেই ছেলেই বড় হয় প্রেমে পড়ে এক রূপান্তরকামী মহিলার। ১৮ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানে। ৬ অক্টোব্র আয়োজন করা হয় ছবির বিশেষ প্রদর্শনীর। এর পরেই ও দেশে বিচ্ছিন্ন জায়গায় প্রতিবাদ ও জমায়েত দেখা যেতে থাকে। এর পরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ওই ছবি নিয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, “ছবিটি দেশের সংস্কার বিরোধী। ভদ্রতার পরিমাপ নিয়ে প্রশ্ন তুলে দেয়।”

এর আগে কান চলচ্চিত্র উৎসবেও এই ছবি দেখান হয়েছিল। দেশে মুক্তি পাওয়ার দিন কয়েক আগেই সরকারের এই সিদ্ধান্তে খুশি নন নির্মাতারা। সইমের প্রথম ছবি এটি। ছবিতে অভিনয় করেছেন সানিয়া সইদ, আলি জুনেজো, আলিনা খান, রাস্তি ফারুক, সলমন পীরজাদাসহ অনেকেই।

Next Article