Salaar: ‘আদিপুরুষ’-এর ধাক্কা ভুলে বড় চমক, প্রভাসে আগামী ছবি মুক্তির আগে ৮০০ কোটির ব্যবসায়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 15, 2023 | 3:26 PM

Prabhas: আবারও ছন্দে ফিরতে পারবেন অভিনেতা? প্রশ্নের উত্তর মিলল এবার তাঁর আগামী ছবি সলার মুক্তির আগেই। ছবি মুক্তির পাওয়ার আগে ছবির টিজ়ারই বাজি মাত করে দিয়েছে। 

Salaar: আদিপুরুষ-এর ধাক্কা ভুলে বড় চমক, প্রভাসে আগামী ছবি মুক্তির আগে ৮০০ কোটির ব্যবসায়

Follow Us

বড় ধাক্কার মুখে পড়তে হয় প্রভাসের আগামী ছবি আদিপুরুষ-কে। মুক্তির পরই চরম সমালোচনার মুখে জায়গা করে নেয় ছবি। প্রভাস অভিনীত এই ছবি নিয়ে বিভিন্ন মহলে চর্জাও ছিল তুঙ্গে। ব্যয়ের অঙ্কও ঘরে তুলতে পারেনি এই ছবি। এখন উপায়? বড় সমস্যার মুখে পড়তে হয়েছিল প্রভাসকে। কারণ পরপর দুই ছবি বক্স অফিসে জায়গা করতে পারেনি। তা নিয়ে চর্চাও কম হচ্ছে না। এমনই সময় একের পর এক ছবি পাইপ লাইনে প্রভাসের। তবে কী ফ্লপ তকমা ঘুটিয়ে আবারও ছন্দে ফিরতে পারবেন অভিনেতা? প্রশ্নের উত্তর মিলল এবার তাঁর আগামী ছবি সলার মুক্তির আগেই। ছবি মুক্তির পাওয়ার আগে ছবির টিজ়ারই বাজি মাত করে দিয়েছে।

ছবির টিজ়ার দেখা মাত্রই সিনেপাড়ার ধারণা এই ছবি লম্বা রেসের ঘোড়া। তাই ছবিকে হাত ছাড়া করতে চাইছে না কেউ। মোটা টাকা দিয়ে রাইটস কিনতে মরিয়া অনেকেই। ফলে সিনেপাড়ার অনুমান, ছবির বড়পর্দার স্বত্ত্ব বিক্রি হবে ৫০০ কোটিতে, ছবি বিদেশের ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হওয়ার সম্ভাবনা ৮০ কোটিতে।

দুই তেলুগু রাজ্য থেকে ২০০ কোটি আয়ের সম্ভাবনা, ওটিটি প্ল্যাটফর্ম থেকে ২০০ কোটির প্রস্তাব আসার সম্ভাবনা, সঙ্গে অডিয়ো রাইটস ও স্যাটেলাইয়ের জন্য ১০০ কোটি টাকা ধার্য। সব মিলিয়ে এই ছবি যে বক্স অফিসে পাঠান ছবির আয়কে স্পর্শ করতে পারবে, সেই অনুমান করাই যায়। পাশাপাশি প্রভাসও এই ছবির হাত ধরে ছন্দে ফিরতে পারেন বলেও অনুমান এক শ্রেণীর। ছবি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর।

ছবি নিয়ে ইতিমধ্যেই প্রভাসের মনে কৌতুহলের পারদ তুঙ্গে। প্রসঙ্গত বাহুবলী ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রভাস। তারপর সাহ ছবিও বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে রাধে শ্যাম ও আদিপুরুষ ছবিতে কোথায় গিয়ে যেন ঘটে ছন্দপতন। যদিও তা ভুলে এখন প্রভাসের নতুন ছবিতের দিকে তাকিয়ে রয়েছেন ভক্তরা।

Next Article