Prabhas: একের পর এক ফ্লপ, অভিনয় ছাড়ছেন প্রভাস? হঠাৎ এমন কী হল…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 19, 2023 | 11:19 AM

Inside Story: পায়ের যন্ত্রণায় চোখে মুখে ছাপ পড়ছে, অস্বস্তি হচ্ছে তাঁক চলতে ফিরতেও। তাই সম্প্রতি ডাক্তার দেখালেন অভিনেতা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে অস্ত্রোপচার করতে হবে।

Prabhas: একের পর এক ফ্লপ, অভিনয় ছাড়ছেন প্রভাস? হঠাৎ এমন কী হল...

Follow Us

একের পর এক ফ্লপ, তবে কি অভিনয় জগত থেকে সরে দাঁড়াতে চলেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস? বাহুবলী সাহো ছবির পর থেকে আর পর্দায় সেভাবে দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে না প্রভাসকে। রাধে শ্যাম ছবির পর রামায়ণ, পরপর দুই ছবিতে বড় টাকার ধাক্কা খেতে হয়েছে প্রভাসকে। সেই শোকেই কি এবার অভিনয় ছাড়ছেন তিনি? অতীতে একবার প্রভাসকে বলতে শোনা গিয়েছিল তিনি নাকি অভিনয় ছেড়ে চাষ করতে বেশ ইচ্ছুক। তবে সে কথা যে নেহাতই মজার ছলে বলেছিলেন, তা এতদিনে প্রমাণিত। তবে এবার দক্ষিণী সূত্রে মিলছে অন্য খবর। সত্যি সত্যি বিরতি নিতে চলেছেন প্রভাস । তবে না, এই বিরতি শাহরুখ খান কিংবা রজনীকান্তের মতো নয়। হাঁটুর ব্যথায় অতিষ্ট প্রভাস ভাল করে অ্যাকশন দৃশ্যে শুট করতে পারছেন না।

পায়ের যন্ত্রণায় চোখে মুখে ছাপ পড়ছে, অস্বস্তি হচ্ছে তাঁক চলতে ফিরতেও। তাই সম্প্রতি ডাক্তার দেখালেন অভিনেতা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে অস্ত্রোপচার করতে হবে। সেই কারণেই সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে প্রভাসের। তবেই তিনি আবারও আগের মত অ্যাকশন দৃশ্যে নজর কাড়তে পারবেন পর্দায়। আর ঠিক সেই কারণেই এবার প্রভাস কিছুদিনের বিরতিতে যেতে চলেছেন। খবর প্রকাশের আসা মাত্রই দ্রুত আরোগ্য কামনা করলেন ভক্তরা। অন্যদিকে ভক্তদের মনে চিন্তাও উদ্রেক হল। অনেকেই ভাবছেন এই বিরতি ঠিক কতদিনের! সম্প্রতি সামান্থা ৬ মাসের বিরতিতে গিয়ে তারও বেশি সময় চিকিৎসার জন্য ব্যয় করছেন। তবে কি প্রভাসের কামব্যাক খুব দ্রুত হবে না? সামান্য সময় বলে কি বেশ কিছু মাস আবারও শুটিং সেটা ফিরতে সময় নিয়ে নেবেন অভিনেতা! এমনই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। যদিও এই প্রসঙ্গে প্রভাস এখনও কোনও মন্তব্য করেননি।

Next Article