ইদানিং বেশ কয়েক কিলো ওজন বেড়ছে তাঁর। সে নিয়ে স্বামী রণবীর কাপুরও ‘মস্করা’ করতে দ্বিধাবোধ করেননি। ২৯ বছরের মেয়েটির শরীরে এসেছে হাজারও পরিবর্তন। যে সব পোশাকে বিগত কিছু দিন ধরে দেখা যাচ্ছিল তাঁকে তা বেশ ঢিলেঢোলা। কোথাও গিয়ে ওজন-বেবিবাম্প ঢেকে রাখার এক মরিয়া চেষ্টা! তবে আর নয়। মাতৃত্বের দিন এগতেই সি-থ্রু অর্থাৎ স্বচ্ছ পোশাকেই নিজের বেবিবাম্প দেখালেন আলিয়া। হাসিমুখে পোজও দিলেন আজ অর্থাৎ শুক্রবার। মুখ-চোখে যেন আত্মবিশ্বাস ঠিকরে বের হচ্ছে।
অথচ মাতৃত্ব ঘোষণার পর থেকেই কখনও বেলুন টপ আবার কখনও বা এমন সব পোশাক তিনি বেছে নিচ্ছিলেন যাতে বেবিবাম্পের আভাস পাওয়া গেলেও তা দৃষ্টিগোচর নয়। এই সময় সাধারণত সেলেব থেকে সাধারণও মেটারনিটি শুট করিয়ে থাকেন। সোনম কাপুরও করিয়েছিলেন কিছু দিন আগেই। কিন্তু আলিয়ার বেলায় সে সবের কেমন যেন বালাই নেই।এরই মধ্যে দিন কয়েক আগের ঘটনা, হঠাৎই রণবীর এক সাক্ষাৎকারে মজার ছলে রণবীর বলেই বসেন, পাল্লা দিয়ে নাকি মোটা হচ্ছেন আলিয়া। ছিছিক্কার উঠেছিল রণবীরকে ঘিরে। এমনকি কয়েল্ক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন আলিয়া নিজেই। রণবীর তাঁর বলা কথায় ক্ষমা চেয়েছেন। যুক্তি হিসেবে জানিয়েছেন তাঁর হিউমার সেন্স বেজায় খারাপ। আর এরপরেই আজ রাজপথ দেখল এক সাহসিনী মা’কে। যিনি ওজনের পরোয়া করেন না খুব একটা। ওজন বাড়ল না কমল তা নিয়েও বিশেষ মাথাব্যথা নেই তাঁর। গোলাপি পোশাক আর প্রেগন্যান্সি গ্লো নিয়ে টোল পরা গালের হাসিমুখে পোজ দিতেই তিনি সাবলীল– প্রমাণ করলেন আলিয়া। পোশাকটি গুচি নামক জনপ্রিয় ব্র্যান্ডের। দাম প্রায় ৩ লক্ষ টাকার কাছাকাছি।
আর কিছুদিনের অপেক্ষা এরপরেই মা হবেন আলিয়া। তবে তারও আগে তাঁর ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে সিনেমা হলে। প্রায় চার বছর ধরে বানানো ওই ছবিতে মিশে রয়েছে রণবীর-আলিয়ার প্রেম, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরিশ্রম আর দর্শকের আকাঙ্ক্ষা। তবে সাম্প্রতিক বয়কট ট্রেন্ডে এই সুপারহাই বাজেট ছবি কতটা সাফল্য পাবে তা নিয়ে ধন্দে খোদ পরিচালকও। তাই প্রচারেও থাকছে না খামতি অন্তঃসত্ত্বা অবস্থাতেই আলিয়া কাজ চালিয়ে যাচ্ছেন। এ দিনও অংশ নিয়েছিলেন ছবির প্রচারেই। ভক্তরা তাঁকে পেল এক অন্য রূপে।