AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahira Khan marriage: প্রথম বিয়ের তিক্ততা ভুলে ফেল সাত পাক ঘুরলেন মাহিরা খান

Mahira Khan: আগেও বিয়ে করেছেন মাহিরা। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিল তাঁর সেই সংসার। আলি আস্কারি ছিলেন তাঁর প্রথম স্বামী। সেই বিয়েতে সুখী ছিলেন না অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের পর সালিমের সঙ্গে আলাপ এবং প্রেম। যদিও এই সম্পর্কের কথা লুকিয়েই রাখতেন মাহিরা।

Mahira Khan marriage: প্রথম বিয়ের তিক্ততা ভুলে ফেল সাত পাক ঘুরলেন মাহিরা খান
মাহিরা খান।
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 12:03 PM
Share

ফের বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলি-বাদশাহ শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর সঙ্গে বিয়ে করলেন প্রেমিক সালিম কারিম। অত্যন্ত জাঁকজমকের সঙ্গে বিয়ে করলেন মাহিরা। কে এই সালিম? জেনে নিন মাহিরা খানের স্বামীর পরিচয়…

এক পাকিস্তানি ব্যবসায়ী সালিম কারিম। মাহিরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। তাঁদের বিয়ের ভিডিয়ো এবং ফোটো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে। তাঁদের অভিনন্দন জানাচ্ছেন সকলে। মাহিরা-সালিমের বিয়ে সম্পন্ন হয়েছে পাকিস্তানের ভুরবানে। নিকট আত্মীয়, পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে নিকাহ সেরেছেন মাহিরা-সালিম। অনুরাগীরা লিখেছেন, “এত বছর একা থাকার পর মাহিরা খুঁজে পেলেন তাঁর পথ চলার সঙ্গীকে”।

আগেও বিয়ে করেছেন মাহিরা। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিল তাঁর সেই সংসার। আলি আস্কারি ছিলেন তাঁর প্রথম স্বামী। সেই বিয়েতে সুখী ছিলেন না অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের পর সালিমের সঙ্গে আলাপ এবং প্রেম। যদিও এই সম্পর্কের কথা লুকিয়েই রাখতেন মাহিরা। ২০২০ সালের এক সাক্ষাৎকারে তাঁর প্রেমের সম্পর্কে যাবতীয় খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মাহিরা। স্বীকার করে নিয়েছিলেন সালিমের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। জানিয়েছিলেন, তাঁর প্রেমিক বিনোদন জগতের কেউ নয়। মাহিরা বলেছিলেন, “হামসাফার ছবিতে একটি সংলাপ ছিল যেখানে শিরাদকে আশার বলেছিল, জানি না আমার কোনও ভাল কাজের বিনিময়ে আমি তোমাকে পেয়েছি।” সালিম সম্পর্কেও একই কথা বলতে চান মাহিরা।