বিদেশ থেকে পড়াশোনা করেছেন। সুদর্শন, ওদিকে আবার দেশে ফিরে সামলাচ্ছেন রাজনৈতিক দায়িত্বও। আপ নেতা ও রাজ্যসভার কনিষ্ঠতম সাংসদ রাঘব চাড্ডা– বিগত এক মাস ধরে যার সঙ্গে নায়িকা পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে চলছে জোরদার জল্পনা। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে পরিণীতিকে নিয়ে সব সত্যি ফাঁস করে দিলেন তাঁর কাছের বন্ধু-গায়ক হার্ডি সান্ধু। জানিয়ে দিলেন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তাঁরা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ভীষণ খুশি অবশেষে এটা হচ্ছে। ওকে অনেক অনেক শুভেচ্ছা।” পরিণীতির সঙ্গে এক স্পাই থ্রিলারে গত বছর কাজ করেছিলেন হার্ডি। তাই তিনি যে ‘ভুল’ খবর দেবেন না, সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত পরিণীতির অনুরাগীরা। তিনি আরও বলেন, “যখন আমাদের ওই ছবির শুটিং হচ্ছিল, তখন ও সমানে বলত, তখনই বিয়ে করব যখন মনের মতো খুঁজে পাব কাউকে।” অবশেষে তিনি যে খুঁজে পেয়েছেন সে বিষয়ে দিন কয়েক আগে শিলমোহর দিয়েছিলেন আপ-নেতা সঞ্জীব অরোরাও। মঙ্গলবার আপ বিধায়ক সঞ্জীব টুইট করে লেখেন, “রাঘব চাড্ডা ও পরীণীতি চোপড়াকে আমি মন থেকে অভিনন্দন জানাচ্ছি। ভালবাসা, আনন্দ ও সাহচর্যে পরিপূর্ণ হোক ওঁদের মিলন”। এরপরেই উস্কে ওঠে তাঁদের বাগদানের জল্পনাও।
এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ও আপ সাংসদ রাঘব চাড্ডাকে খোঁচা দিয়েছিলেন পরীণীতির সঙ্গে সম্পর্ক নিয়ে। রাঘব চাড্ডা মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস প্রত্যাহার করা নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব পেশ করলে তিনি তা খারিজ করে দেন এবং মজা করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় এমনিই অনেক জায়গা দখল করে রয়েছো তুমি। আজকের দিনটা চুপ থাকাই শ্রেয়।” কিছু দিন আগে সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। এবার আবারও এক হচ্ছে রাজনীতি ও বলিউড। পরিণীতি ও রাঘব যদিও মুখে কুলুপ এঁটেছেন।
লন্ডন স্কুল অব ইকোনমিক্সে দু’জনে একসঙ্গে পড়াশোনা করেছেন। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। দুজনেই ঘুরতে ভালবাসেন। রয়েছে চরিত্রগত মিলও। আর এত মিলই দুজনকে এনে দিয়েছেন কাছাকাছি। এর আগে যখন সিঙ্গল ছিলেন তখন প্রেম নিয়ে মুখ খুলেছিলেন পরিণীতি। বলেছিলেন, “আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা কেরিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।” যোগ করেছিলেন, “বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালবাসব। বিয়ে করতে চাইব।” অবশেষে সেই মনের মানুষের হদিশ মিলেছেন তাঁর, অন্তত তেমনটাই জানাচ্ছেন তাঁর কাছের মানুষেরা।