Jawan Mid-Night Show: রাতভর ঠাকুর দেখা বঙ্গবাসীর এবার মধ্যরাতে ‘জওয়ান’-দর্শন, গভীর রাত্রে শাহরুখে মজে রায়গঞ্জ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 09, 2023 | 12:39 PM

Jawan Show: রায়গঞ্জের দর্শকেরা শাহরুখ টানে প্রেক্ষাগৃহে পৌঁছে গেলেন রাত ২ টোর আগেই। দর্শকদের চাহিদাতেই এই বিশেষ শোয়ের আয়োজন বলেই জানালেন রায়গঞ্জে কল্যাণী মাল্টিপ্লেকের ম্যানেজার মানিক মন্ডল।

Jawan Mid-Night Show: রাতভর ঠাকুর দেখা বঙ্গবাসীর এবার মধ্যরাতে জওয়ান-দর্শন, গভীর রাত্রে শাহরুখে মজে রায়গঞ্জ

Follow Us

রূপক ঘোষ 

রায়গঞ্জে কল্যাণী মাল্টিপ্লেকের দর্শকেরা থাকলেন এবার ইতিহাসের সাক্ষী। ইতিহাসই বটে। বাংলার বুকে বাংলা ছবি নয়, স্বয়ং কিং খানের টানেই এবার রাতভর জাগার পালা। সেলিব্রেশন চলছে দু’দিন ধরেই। তবে প্রথম দিন প্রথম শোয়ে ‘জওয়ান’ যাঁরা দেখতে পারেননি, তাঁরা এবার অন্য এক ছবির সাক্ষী থাকলেন। মধ্য রাতে শাহরুখ খানের ছবি ঘিরে উত্তেজনা। রায়গঞ্জের দর্শকেরা শাহরুখ টানে প্রেক্ষাগৃহে পৌঁছে গেলেন রাত ২ টোর আগেই। দর্শকদের চাহিদাতেই এই বিশেষ শোয়ের আয়োজন বলেই জানালেন রায়গঞ্জে কল্যাণী মাল্টিপ্লেকের ম্যানেজার মানিক মন্ডল। TV9 বাংলাও থাকল সেই ঐতিহাসিক শোয়ের সাক্ষী। এদিন মাল্টিপ্লেকের ম্যানেজার TV9 বাংলাকে বললেন, ”মানুষের চাহিদা বলতে পারেন। বিগ বাজেটের ছবি। সারাদিনের প্রতিটা শো হাউসফুল যাচ্ছে। এটাকে একটা পরীক্ষামূলক শো বলতে পারেন। রাত ২.১৫-তে যদি শো রাখা হয় তবে কেমন প্রতিক্রিয়া আসে, সেটা দেখার। বাংলা ছবির ক্ষেত্রেও এটা করা যেতে পারে। তবে সেক্ষেত্রেও বলছি, মানুষের যদি এমন চাহিদা থাকে নিশ্চয়ই হবে।”

‘জওয়ান’-এর এই মধ্য রাতের শো দেখতে পৌঁছে গিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও, ভক্তদের সঙ্গে এদিন আনন্দ করে জওয়ান উপভোগ করলেন তিনিও।। TV9 বাংলাকে তিনি বললেন,  ”পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান, আর তার চাহিদা পশ্চিমবঙ্গে যে পর্যায়, তারই দৃষ্টান্ত রেখে গেল রায়গঞ্জের বাসিন্দারা। আমি শাহরুখ খানকে আবেদন জানাব, বাংলার বুকেও যেন তিনি একটি ছবি করেন।”

এদিন প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়ও নজরে আসে। না, কেবল প্রাপ্ত বয়স্কদের ভিড় নয়, খুদে ভক্তদেরও এদিন হাসি মুখে শোয়ের জন্য অপেক্ষা করতে দেখা গেল। কিং ভক্তদের মুখে এদিন ছিল চওড়া হাসি। শাহরুখ খানের জওয়ার জ্বরে কাবু যখন গোটা দেশ, তখন মধ্য রাতে ঠাকুর দেখার মতো শাহরুখ দর্শনে বেরিয়ে পড়া ভক্তদের এদিন উচ্ছ্বাস-উল্লাস ছিল চোখে পড়ার মতো। এক ভক্ত নাম অরিজিৎ চন্দ্র TV9 বাংলাকে জানালেন, ”আমরা সবাই শাহরুখ খানকে ভালবাসি। শুনলাম পাঠান ছবিকেও ছাপিয়ে গিয়েছে জওয়ান। এই ছবি দেখার জন্য ভীষণ উৎসাহী। প্রথমদিনে প্রথম শো মিস করতেও এই বিশেষ টাইমে ছবি দেখার সুযোগ হাতছাড়া করলাম না।” অন্যদিকে আরেক ভক্ত আমভা মিত্র TV9 বাংলাকে বললেন, ”রাত কেটে ভোর হল। ভারতে প্রথম এটা রায়গঞ্জেই হল। পশ্চিমবঙ্গের বাইরে যে বন্ধুরা রয়েছেন তাঁরা বলছেন মিস করলাম। শাহরুখ খানের জন্যই মধ্য রাতে আসা, কিছুটা তো নামের ব্যপার রয়েছেই। সেরকম বাংলা ছবি হলে নিশ্চয়ই আসব। তবে এটা কেবল শাহরুখ খানের জন্যই আসা।”

Next Article