Jailer: বক্স অফিসে রজনীকান্ত ঝড়, কত কোটিতে ওটিটি-তে বিক্রি জেলার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 16, 2023 | 3:10 PM

OTT Release: যেমন কথা তেমন কাজ, সুপারস্টার আবারও ফিরলেন নিজের পুরনো মেজাজে। ছবির গান 'কাভালা' ইতিমধ্যেই দশকের হাতে হাতে ভাইরাল।

Jailer: বক্স অফিসে রজনীকান্ত ঝড়, কত কোটিতে ওটিটি-তে বিক্রি জেলার

Follow Us

বর্তমানে রমরমিয়ে চলছে রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার’। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তার বক্স অফিস কালেকশন রিপোর্ট। যেখানে প্রথম সপ্তাহে এই ছবি ৫০০ কোটি ছুতে পারে বলেই অনুমান সিনে বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই এই ছবি বিশ্বের দরবারে ৪০০ কোটি টাকা আয় করে ফেলেছে, অন্যদিকে দেশের বুকে তা পার করেছে ২০০ কোটি। বর্তমানে রজনীকান্ত অর্থাৎ সকলের প্রিয় থালাইভাকে পর্দায় দেখতে মরিয়া তাঁর ভক্তরা। অ্যাকশন ভরপুর এই ছবি নিয়ে প্রথম থেকেই দর্শক মনে উত্তেজনায় পারদ ছিল তুঙ্গে। প্রাথমিকভাবে অনেকেই হয়তো ভেবেছিলেন আগে দুই ছবির মত এই ছবিও হয়তো বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারবে না। তবে ভক্তদের কথা দিয়েছিলেন রজনীকান্ত জানিয়েছিলেন তিনি এই ছবিতে নিজের ২০০ শতাংশ উজাড় করে দেবেন।

যেমন কথা তেমন কাজ, সুপারস্টার আবারও ফিরলেন নিজের পুরনো মেজাজে। ছবির গান ‘কাভালা’ ইতিমধ্যেই দশকের হাতে হাতে ভাইরাল। যা দিয়ে তৈরি হচ্ছে রিল তৈরি হচ্ছে ভিডিয়ো ক্লিপিং। দক্ষিণ দুনিয়ায় রজনীকান্তের ছবির জয়জয়কার এখন চোখে পড়ার মতো। আর তাই এই সময় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাহাড়ে হারালেন রজনীকান্ত। সম্প্রতি হিমালয়ে দেখা যায় তাঁকে, বিভিন্ন জায়গায় ঘুরছেন তিনি, শেয়ার করছেন নানা পোস্ট। গোটা দেশজুড়ে জেলার ঝড় তাঁর মনে যে আবারও স্বস্তি ফিরিয়ে দিয়েছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে কেবল বক্স অফিসেই নয় ওটিটিতেও এই ছবি মোটা টাকা আয় করল। বেশ কিছুদিন ধরে শোনা গিয়েছিল নেটফিক্সে মুক্তি পেতে চলেছেন জেলার ছবি। কিন্তু না, সান NXT ওটিটিতে মুক্তি পাচ্ছে রজনীকান্তের এই ছবি। সম্ভাব্য আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মুক্তি পাবে এই ছবি। মোট ১০০ কোটি টাকায় ছবির স্বত্ত্ব কিনলো এই ওটিটি সংস্থা।

Next Article