RRR: ‘পুষ্পা’র পর বক্স অফিস কাঁপাতে আসছে ‘আরআরআর’, মুক্তি কবে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 31, 2022 | 11:07 PM

এর আগে ছবিটি মুক্তি তারিখ স্থির হয়েছিল ৭ জানুয়ারি। ছবিটির জন্য সঞ্জয় লীলা ভন্সালীও তাঁর 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছিলেন। কিন্তু জানুয়ারির শুরুতেই সারা দেশে শুরু হয় কোভিডের তৃতীয় ঢেউ।

RRR: পুষ্পার পর বক্স অফিস কাঁপাতে আসছে আরআরআর, মুক্তি কবে?
'পুষ্পা'র পর বক্স অফিস কাঁপাতে আসছে 'আরআরআর', মুক্তি কবে?

Follow Us

দক্ষিণী ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে অল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা’। এবার আসতে চলেছে আরও এক সুপারহাইপড ছবি ‘আরআরআর’ বা ‘ট্রিপল আর’। করোনার কারণে বেশ কিছু বার মুক্তির তারিখ পিছিয় অবশেষে ঘোষিত হয়েছে ছবিটির ফাইনাল তারিখ। আরআরআর- মুক্তি পেতে চলেছে আগামী ২৫ মার্চ। ছবিটির পরিচালক ‘বাহুবলী’ খ্যাত রাজামৌলি। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র এনটি আর ও রাম চরণকে।

এ ছাড়াও থাকবেন অজয় দেবগণ ও আলিয়া ভাটও। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযাযী এই ছবিতে ২০ মিনিটেরও কম সময়ের জন্য রয়েছেন আলিয়া। অন্যদিকে এই ছবির জন্য় মাত্র সাতদিন শিডিউল ছিল অজয় দেবগনের। মাত্র ২০ মিনিটের অ্যাপিয়ারেন্সের জন্য আলিয়ার পারিশ্রমিক ৯ কোটি টাকা। আর এই কেমিও চরিত্রের জন্য অজয়ের পারিশ্রমিক ৩৫ কোটি টাকা। সূত্রের খবর, উত্তর ভারতের দর্শকদের প্রেক্ষাগৃহে আনার জন্যই নাকি ছবিতে বলিউডের এই দুই তারকাকে নেওয়া হয়েছে।

এর আগে ছবিটি মুক্তি তারিখ স্থির হয়েছিল ৭ জানুয়ারি। ছবিটির জন্য সঞ্জয় লীলা ভন্সালীও তাঁর ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছিলেন। কিন্তু জানুয়ারির শুরুতেই সারা দেশে শুরু হয় কোভিডের তৃতীয় ঢেউ। পিছিয়ে যায় ছবি মুক্তি। টিম আরআরআর থেকে এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়, “সমস্ত পক্ষ থেকে জোর করায় আমাদের ছবিটির মুক্তি স্থগিত করা হচ্ছে। সমস্ত দর্শকদের এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”

সেখানে আরও লেখা হয়, “সব রকম পরিশ্রমের পরেও কিছু ঘটনা আমাদের হাতের বাইরে। যেহেতু ভারতের বহু রাজ্যেই সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে আপনাদের সবাইকে ছবি নিয়ে উত্তেজনা চেপে রাখতে বলা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। আমরা কথা দিচ্ছি যথাসময়ে ভারতীয় সিনেমার হারিয়ে যাওয়া মুকুট আমরা ফিরিয়ে দেব। দেবই।” তাঁরা কথা রেখেছেন। আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা। এর পরেই আসছে ‘আরআরআর’।

Next Article
Cheslie Kryst Death: ইনস্টায় ইতিবাচক পোস্ট দিয়েই মরণঝাঁপ, রহস্যজনক মৃত্যু জনপ্রিয় মডেলের
Kareena Kapoor-Twinkle Khanna: কোন ছবিতে টুইঙ্কল খান্নার চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান?