জয়িতা চন্দ্র
জল্পনা ছিল বহুদিন থেকেই। এপ্রিল মাসেই মিলেছিল উত্তর। চলতি বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১২৮তম মৃত্যুবার্ষিকীতে ১৭৭০ ছবির খবর এসেছিল সামনে। তাঁর লেখা ‘আনন্দমঠ’ উপন্যাস অবলম্বণে তৈরি ছবি করতে চলেছে এবার সাউথ। দক্ষিণী দুনিয়ায় এই বিগ প্রজেক্ট নিয়ে আসছেন পরিচালক অশ্বিনী গঙ্গারাজু। দক্ষিণী দুনিয়ায় একের পর এক ভাল ছবি এখন পািপলাইনে। তারই মাঝে নয়া ঝড় তোলে ১৭৭০। সদ্য মুক্তি পায় এই ছবির মোশন পোস্টারও। তবে এখনও জানা যায়নি মুখ্য ভুমিকায় অভিনয় করতে চলেছেন কে বা কারা! চলছে প্রি-প্রোডাকশনের কাজ। দক্ষিণী সূত্রে মেলা খবর অনুযায়ী ইই ছবির শুটিং হওয়ার কথা ছিল বাংলার বুকেও। বিরভূম বা অন্যত্র লোকেশন স্থির করা হচ্ছে বলেও মেলে খবর। তবে এবার সেই শুটিং সিডিউলের তালিকা থেকে বাদ পড়ল বাংলার নাম।
ছবির উদ্যোক্তা রাম কমল মুখোপাধ্যায় টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, ”দুর্ভাগ্য বশত, বাংলায় সেই পরিকাঠামোই নেই, যেখানে এই ছবির শুটিং করা সম্ভব। এটার জন্য বিস্তর জায়গার প্রয়োজন। প্রয়োজন বহু সরঞ্জাম। যা হয় মুম্বই নয় দক্ষিণ থেকে আনাতে হবে। তার জন্য অতিরিক্ত খরচ হওয়টাই স্বাভাবিক। সেই দিক থেকে বিচার করে, বাজেট ও অন্যান্য বিষয়ের দিকে লক্ষ্য রেখেই এবার সিদ্ধান্ত নেওয়া হল, ছবির শুটিং বাংলায় নয়, হায়দরাবাদেই করা হবে।”
এই ছবির প্রেক্ষাপটে রয়েছে ১৮৮২ সালে রচিত উপন্যাস ‘আনন্দমঠ’-এ প্রকাশিত ‘বন্দে মাতরম্’ গান। ছবির চিত্রনাট্যেও থাকছে বিশেষ চমক। যা লিখেছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তাঁরই হাতে রচিত ‘মগধিরা’, ‘আরআরআর’, বজরঙ্গী ভাইজান’-এর মতো ব্লকবাস্টার ছবি। ছবির প্রযোজনা থেকে শুরু করে উদ্যোক্তাদের মধ্যে যে অন্যতম নামগুলো জড়িয়ে তাঁরা হলেন, রাম কমল মুখোপাধ্যায়, সূরজ শর্মা ও সুজয় কুট্টি। এই ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্যা সামনে না এলেও, ছবিটির শুটিং শুরু হওয়ার কথা চলতি বছরেই। ‘১৭৭০’ মোট ছয়টি ভাষাতে মুক্তি পাবে, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালির সঙ্গে থাকছে বাংলা ভাষাতেও। এখন কেবল দেখার অপেক্ষা, কে বা কারা এই ছবির পোস্টারের মুখ হয়ে ওঠেন।