Maya Ghosh Death: প্রয়াত নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ, বাংলা থিয়েটার জগৎ অভিভাবকহীন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 04, 2022 | 9:44 AM

Maya Ghosh Death: তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা নাট্য জগতে। অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আজ অর্থাৎ রবিবার সকাল ১১ টার সময় অ্যাকাদেমি চত্বরে হাজির হবেন তাঁর গুণগ্রাহীরা।

Follow Us

প্রয়াত হলেন নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ। শনিবার সন্ধে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শ্রীরামপুরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা নাট্যজগৎ আজ অভিভাবকহীন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু মাস রোগভোগের পর শনিবার চলে যান তিনি। বাংলা নাট্যজগতে এক উল্লেখযোগ্য নাম মায়া ঘোষ। বাংলা থিয়েটারে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৪৩ সালের ১ জানুয়ারী বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা কেটেছে অর্থাভাবে। ক্লাস নাইনেই সংসারের হাল ধরতে হয় তাঁকে। পাড়ার থিয়েটার দিয়েই শুরু তাঁর পথচলা। এরপর উৎপল দত্ত প্রতিষ্ঠিত ‘পিপলস্ লিটল থিয়েটার’-এর সদস্য হিসাবে পেশাদার থিয়েটার জীবন শুরু হয় তাঁর। অজিতেশ বন্দ্যোপাধ্যায়,রুদ্রপ্রসাদ সেনগুপ্ত,অরুণ মুখোপাধ্যায়,সুনীল বন্দোপাধ্যায়সহ বহু নির্দেশকের অধীনে কাজ করেছেন তিনি। কেরিয়ারে রয়েছে বহু উল্লেখযোগ্য নাটক। এর মধ্যে ‘রাজরক্ত’, ‘বেলা অবেলার গল্প’, ‘সাঁওতাল বিদ্রোহ’,’দুই মহল’, ‘বদনাম’,’অংশীদার’,’বিসর্জন’,’মরুঝঞ্ঝা’,’অর্ধাঙ্গিনী’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘বেলা অবেলার গল্প’ নাটকে তাঁর অভিনয় তাঁকে এনে দিয়েছিল পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার৷

একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, থিয়েটার অ-আ-ক-খ তাঁর শেখা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই। কিশোরী মায়া তাঁর পরিচালনাতেই ‘সাঁওতাল বিদ্রোহ’ নাটকে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। ওই নাটকে তাঁর নাম ছিল তুফানি। তিনি ওই চরিত্রতে অভিনয় করার আগে যদিও আরও দুইজন ওই চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু তাঁদের মধ্যে একজনের বিয়ে হয়ে যায় ও অন্যজনের বিয়ের কথা চলছিল। মায়া ঘোষ সাক্ষাৎকারে বলেছিলেন, ” সে সময় মধ্যবিত্ত ঘরের মেয়েদের থিয়েটার করা অপরাধ ছিল। পাড়ার নাটক করার জন্য আমার স্টেজভীতি ছিল না।”

তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা নাট্য জগতে। অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আজ অর্থাৎ রবিবার সকাল ১১ টার সময় অ্যাকাদেমি চত্বরে হাজির হবেন তাঁর গুণগ্রাহীরা। সেখানেই শেষবারের মতো আনা হবে মায়া ঘোষের নিথর দেহ।

প্রয়াত হলেন নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ। শনিবার সন্ধে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শ্রীরামপুরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা নাট্যজগৎ আজ অভিভাবকহীন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু মাস রোগভোগের পর শনিবার চলে যান তিনি। বাংলা নাট্যজগতে এক উল্লেখযোগ্য নাম মায়া ঘোষ। বাংলা থিয়েটারে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৪৩ সালের ১ জানুয়ারী বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা কেটেছে অর্থাভাবে। ক্লাস নাইনেই সংসারের হাল ধরতে হয় তাঁকে। পাড়ার থিয়েটার দিয়েই শুরু তাঁর পথচলা। এরপর উৎপল দত্ত প্রতিষ্ঠিত ‘পিপলস্ লিটল থিয়েটার’-এর সদস্য হিসাবে পেশাদার থিয়েটার জীবন শুরু হয় তাঁর। অজিতেশ বন্দ্যোপাধ্যায়,রুদ্রপ্রসাদ সেনগুপ্ত,অরুণ মুখোপাধ্যায়,সুনীল বন্দোপাধ্যায়সহ বহু নির্দেশকের অধীনে কাজ করেছেন তিনি। কেরিয়ারে রয়েছে বহু উল্লেখযোগ্য নাটক। এর মধ্যে ‘রাজরক্ত’, ‘বেলা অবেলার গল্প’, ‘সাঁওতাল বিদ্রোহ’,’দুই মহল’, ‘বদনাম’,’অংশীদার’,’বিসর্জন’,’মরুঝঞ্ঝা’,’অর্ধাঙ্গিনী’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘বেলা অবেলার গল্প’ নাটকে তাঁর অভিনয় তাঁকে এনে দিয়েছিল পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার৷

একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, থিয়েটার অ-আ-ক-খ তাঁর শেখা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই। কিশোরী মায়া তাঁর পরিচালনাতেই ‘সাঁওতাল বিদ্রোহ’ নাটকে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। ওই নাটকে তাঁর নাম ছিল তুফানি। তিনি ওই চরিত্রতে অভিনয় করার আগে যদিও আরও দুইজন ওই চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু তাঁদের মধ্যে একজনের বিয়ে হয়ে যায় ও অন্যজনের বিয়ের কথা চলছিল। মায়া ঘোষ সাক্ষাৎকারে বলেছিলেন, ” সে সময় মধ্যবিত্ত ঘরের মেয়েদের থিয়েটার করা অপরাধ ছিল। পাড়ার নাটক করার জন্য আমার স্টেজভীতি ছিল না।”

তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা নাট্য জগতে। অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আজ অর্থাৎ রবিবার সকাল ১১ টার সময় অ্যাকাদেমি চত্বরে হাজির হবেন তাঁর গুণগ্রাহীরা। সেখানেই শেষবারের মতো আনা হবে মায়া ঘোষের নিথর দেহ।

Next Article