Samantha Ruth Prabhu-Yashoda: সামান্থার বলিউড ডেবিউ ছবি ‘যশোদা’-র ট্রেলার লঞ্চে কাল থাকছে চমক

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Oct 26, 2022 | 10:24 PM

Samantha Ruth Prabhu-Yashoda: হিন্দি ডেবিউ করলেও নাগা নায়ক নন ছবিতে। সেখানে নারী কেন্দ্রীক ছবি ‘যশোদা’ দিয়ে সামান্থা

Samantha Ruth Prabhu-Yashoda: সামান্থার বলিউড ডেবিউ ছবি ‘যশোদা’-র ট্রেলার লঞ্চে কাল থাকছে চমক
সামান্থার হিন্দি ডেবিউ ছবির ট্রেলার লঞ্চ থেকেই থাকছে চমক

Follow Us

দক্ষিণের আর এক নায়িকা সামান্থা রুথ প্রভু বলিউড ডেবিউ করতে চলেছেন। এর আগে তাঁকে ‘পুষ্পা’ ছবিতে একটি আইটেম ডান্স করতে দেখা যায়। ডিজিটাল প্ল্যাটফর্মে  ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে তিনি অভিনয় করেন। তবে বলিউড ছবিতে কাজ করেননি। যদিও এটা পুরোপুরি বলিউড ছবি নয়, এখন যেমন দক্ষিণের ছবি হিন্দি সহ দক্ষিণী ভাষাতে মুক্তি পাচ্ছে (পুষ্পা, আরআরআর, কেজিএফ চ্যাপ্টা ২, লাইগার প্রমুখ), এটাও তেমনি। হিন্দি সহ পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে সামান্থা ছবি ‘যশোদা’। ২৭ অক্টোবর ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে। আর এখানেই রয়েছে চমক। পাঁচ ভাষার স্টার নায়করা তাঁর ছবির ট্রেলার লঞ্চ করবেন। এই অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন কখনও না কখনও। শুধু ব্যতিক্রম হিন্দির ক্ষেত্রে। এই অভিনেতার সঙ্গে তাঁকে দেখা গেলেও এখনও কোনও সিনেমা করেননি তাঁরা।

হিন্দিতে সামান্থার ছবির ট্রেলার লঞ্চ করবেন বরুণ ধাওয়ান, তালিমে সুরিয়া, তেলেগুতে বিজয় দেবেরাকোন্ডা, মালায়ালম ভাষায় ডুলকর সলমন এবং কন্নড়ে রয়েছেন রক্ষিত শেট্টি। ‘পুষ্পা’ আর ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর পর থেকেই সামান্থা দক্ষিণ ছাড়িয়ে পুরো দেশের নিজের জনপ্রিয়তা বাড়িয়েছেন। তৈরি হয়েছে ভক্তকুল। ‘যশোদা’ একটি নারী কেন্দ্রীক ছবি। বিশাল আকারে ছবিটি মুক্তি করতে চলেছেন নির্মাতারা। সামান্থার বলিউড ডেবিউকে একটা জায়গা দিতে যে কোনও রকম কৌশল করতে পিছপা হচ্ছেন না নির্মাতারা। আর এর জন্য পাঁচটি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বেশ বড় নামগুলোকেই বাছা হয়েছে ট্রেলার লঞ্চ করার জন্য।

সামান্থা এবং নাগা চৈতন্যের ছাড়াছাড়ির পর মাঝে অভিনেত্রী নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন। তখন নেটিজ়েনরা ভেবেছিলেন বড় কোনও সংবাদ নিয়ে আসার জন্য তিনি এমন করেছেন। তবে কয়েকদিন পর জানা যায় তিনি দ্বিতীয়বার নিজেকে আর একটা সুযোগ দিতে চান সদগুরুর পরামর্শ মেনে। এই নাগা চৈতন্যও বলিউড ডেবিউ করেন আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ দিয়ে। নাগার্জুন পুত্র দক্ষিণে ১২ বছর অভিনয় করার পর হিন্দি বলয়ে পা রাখেন। যেখানে তাঁর বাবা কেরিয়ারে শুরু থেকেই হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। হিন্দি ডেবিউ করলেও নাগা নায়ক নন ছবিতে। সেখানে নারী কেন্দ্রীক ছবি ‘যশোদা’ দিয়ে সামান্থা বলিউডে পা রাখতে চলেছেন। ১১ নভেম্বর ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে।

হরি এবং হরিশ পরিচালিত যশোদা ছবির টিজারে দেখা গিয়েছে সামান্থা একজন গর্ভবতী নারী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রটির অন্ধকার ও রোমাঞ্চকর পটভূমিতে সমস্ত প্রতিকুলতার মধ্যে এক নারীর লড়াইকে তুলে ধরেছে। টিজারেই দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে। এবার ট্রেলারে কী কী আসছে, তার অপেক্ষা।

Next Article