বাঙালি, তথা ভারতীয় দর্শকের কাছে মার্ভেলের ছবির গ্রহণযোগ্যতা আকাশ ছুঁয়েছে। মারাত্মক জনপ্রিয় হয়েছে প্রত্যেকটি ছবি। তাই যখনই ছবি মুক্তির খবর সামনে আসে দর্শকের মনে আলোড়ন পড়ে যায়। মার্ভেলের সুপার হিরো নির্ভর একেকটি গল্প ‘লার্গার দ্যান লাইফ’। এক অন্য দুনিয়ায় নিয়ে যায় দর্শকের মনকে। সেই সঙ্গে ১০০তে ১০০০ পায় ছবির নির্মাণ-শৈলী। ফলে ছবিকে ঘিরে আলাদাই উত্তেজনা তৈরি হয়। ঠিক যেমন তৈরি হয়েছে আজ। আজ ৬ মে। ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ডক্টর স্ট্রেঞ্জ মম’। স্বাভাবিকভাবে মুক্তির প্রথম দিনের প্রথম শো দেখার জন্য তৈরি হয়েছে উন্মাদনা। সক্কাল সক্কাল দর্শক হলে পৌঁছেও গিয়েছে। কিন্তু সেই ছবি দেখার আনন্দ মাটি করেছে একটি হল। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের আইনক্স স্টার মলে। ছবি দেখানোর প্রজেক্টরে হয়তো গোলমাল ছিল। তাই ছবিটি স্ক্রিনে ঠিক মতো ফুটিয়ে তোলা যায়নি। আর এই অবস্থা দেখে মারাত্মক ক্ষুব্ধ হয়েছেন দর্শক।
গোলমালের ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক দর্শকই। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে – স্ক্রিনে ঠিক মতো ফুটে উঠছে না ছবি। হলের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় দর্শকের। এক দর্শকের কথা শুনে বোঝা যায় 3D তে তিনি ছবি দেখতে এসেছিলেন। কিন্তু কোয়ালিটি 2D-র চেয়েও খারাপ। প্রদর্শনীর সিস্টেমে গোলমালের জন্য তিনি দেখতে পারেননি। ফলে চটেছেন। অর্থ ব্যয় করে ছবি দেখতে এসে এই সমস্যার মুখোমুখি হবেন তাঁরা কেউ ভাবতেই পারেননি।
ফেসবুকে শেয়ার হওয়া সেই ভিডিয়ো ফুটেজটি দেখুন:
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল। সিঙ্গল স্ক্রিন এবং মাল্কিপ্লেক্স দুটোই বন্ধ ছিল। ফলে সেই কারণে ছবি প্রদর্শনীর মেশিনগুলির এই দশা হয়েছে কিনা বলা কঠিন।
তবে মধ্যমগ্রামের আইনক্স স্টার মলের সঙ্গে কথা বলেছে TV9 বাংলা। তাঁরা বলেন, “আমাদের ‘ডক্টর স্ট্রেঞ্জ মম’-এর সকালের শোতে যান্ত্রিক গোলযোগ হয়েছিল। ওই শো-টা আমরা আর চালাতে পারিনি। এর জন্য আমরা দর্শককে দুটি প্রস্তাব দিয়েছিলাম। একটি কেউ যদি অন্য কোনও সিনেমা দেখতে চান, দেখতে পারেন। যাঁরা রিফান্ড চেয়েছেন, তাঁদের রিফান্ড করে দিয়েছি।”