২০২০ সালে মুক্তি পেয়েছিল নেহা কক্করের গান ‘তারো কে শহর মে’। এবার সেই গানই নিজের গলায় গাইলেন শেহনাজ গিল। শেহনাজ যে ভাল গান গাইতে পারেন এ কথা সকলেই জানতেন এযাবৎ, তবে এই গানটি তাঁর গলায় শুনে ভক্তদের চোখ ভরে উঠল জলে। কমেন্ট বক্স ভরে উঠল নানা আবেগঘন মন্তব্যে। অনেকেই লিখলেন, “এ গানের সঙ্গে শেহনাজের জীবনেরও তো রয়েছে মিল”। কেন?
কারণ একটাই, গানটির লিরিক্স। সেখানে বলা হয়েছে, “চল তোমাকে নিয়ে যাই তারাদের দেশে, এই পৃথিবী আমাদের ভালবাসতে দেবে না”। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর এক বছর পূর্ণ হতে চলেছে। গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সিদ্ধার্থের। আপাতত তাঁর আশ্র্য তারাদের দেশে। আর সেখানেই দুইয়ে দুইয়ে চার করেছেন সিডনাজ ভক্তরা। তাঁদের ভালবাসা পূর্ণতা পায়নি। হয়তো অন্য কোথাও, অন্য কোনও খানে পূর্ণতা পাবে সেই প্রেম, সেই বন্ধুত্ব— এমনটা মনে করেই চোখে জল ভক্তদের। কিছু দিন আগেই শেহনাজকে নিয়ে ঘনীভূত হয়েছিল জোর বিতর্ক। তাঁর সঙ্গে রাঘব জুয়েলের সম্পর্ক নিয়ে উঠেছিল নানা কথা। সাংবাদিক সম্মেলনে তাঁকে সে প্রশ্ন ছুড়তেই রেগে গিয়েছিলেন শেহনাজ। বলেছিলেন, ““আপনার সঙ্গে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন আপনি কি তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন? আমি কারও সঙ্গে ছবি তুললেই বা একসঙ্গে ঘুরতে গেলেই আমি প্রেমে পড়ে গেলাম? কেন মিথ্যে কথা বলা হচ্ছে আমার নামে? এরকম ফালতু কথা বললে আমি কিন্তু হাইপার হয়ে যাব”।
গত সেপ্টেম্বরে সিদ্ধার্থের মৃত্যুর পর কার্যত ভেঙে পড়তে দেখা যায় শেহনাজ গিলকে। নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। যদিও এই বছরের শুরু থেকেই নিজেকে আবার মেলে ধরতে শুরু করেছেন তিনি। মেলে ধরা নয়, বরং তিনি এখন সপ্তম স্বর্গে। সলমন খানের আগামী ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’তে শেহনাজ অভিনয় করবেন। এটিই তাঁর প্রথম বলিউড ছবি। ওই ছবিতে দেখা যাবে রাঘব জুয়েলকে। শেহনাজের বিপরীতেই রয়েছেন তিনি। সেটের গুঞ্জন ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি কাছাকাছি এসেছেন তাঁরা। একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁদের। সম্প্রতি তাঁরা নাকি একসঙ্গে হৃষীকেশেও গিয়েছেন। মুম্বই বিমানবন্দরে তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি করে পাপারাৎজি। ঘুরতে যাওয়ার কথা অস্বীকার করেননি শেহনাজ। তবে প্রেমের গুঞ্জনে শিলমোহর দিতে একেবারেই নারাজ তিনি।