Sikandar Kher: হলিউডে ডেবিউ করছেন অনুপম-কিরণ পুত্র সিকন্দর খের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 08, 2021 | 7:19 AM

বাবার অনুপমের হলিউড যোগ বহু পুরনো। কিন্তু তাঁর ক্ষেত্রে প্রথম বার। উচ্ছ্বসিত সিকন্দর। যদিও এই গোটা ক্রেডিট তিনি দিতে চেয়েছে কাস্টিং ডিরেক্টর শেহের লতিফকে।

Sikandar Kher: হলিউডে ডেবিউ করছেন অনুপম-কিরণ পুত্র সিকন্দর খের
অনুপমের সঙ্গে সিকন্দর।

Follow Us

হলিউডে পাড়ি দিতে চলেছেন অনপুম খের ও কিরণ খেরের ছেলে সিকন্দর খের। ছবির নাম ‘মাঙ্কি ম্যান’। পরিচালনায় দেব পটেল। সেই দেব পটেল যাকে এর আগে ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবিতে অভিনেতার ভূমিকায় দেখেছেন আপনি।

বাবার অনুপমের হলিউড যোগ বহু পুরনো। কিন্তু তাঁর ক্ষেত্রে প্রথম বার। উচ্ছ্বসিত সিকন্দর। যদিও এই গোটা ক্রেডিট তিনি দিতে চেয়েছে কাস্টিং ডিরেক্টর শেহের লতিফকে। তাঁর কথায় তিনি না থাকলে এই চরিত্রে অভিনয় করা কোনওদিনই তাঁর পক্ষে সম্ভব ছিল না। এক সংবাদমাধ্যমে সিকন্দর জানিয়েছেন, পাঁচ বছর আগে এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। শেহেরই বেছে নিয়েছিলেন তাঁকে। যদিও শেহের এখন আর নেই। জুন মাসে কিডনির সমস্যা ও আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। কিন্তু সিকন্দর তাঁকে আজও ভোলেননি।

তিনি যোগ করেন, “ওঁর অফিসে গিয়েছিলাম অডিশন দিতে। সুন্দর সব স্মৃতি আজও কেমন মনে পড়ে।” তিনি আরও জানান, তাঁর কেরিয়ার তৈরি করতে শেহের যা সাহায্য করেছেন তা তিনি কোনওদিনই ভুলবেন না। পাশাপাশি বাবা অনুপমকেও ধন্যবাদ জানিয়েছেন সিকন্দর।

অন্যদিকে মাঙ্কি ম্যান ছবির মধ্যে দিয়েই পরিচালক হিসেবে অভিষেক ঘটতে চলেছে দেব পটেলের। ইতিমধ্যেই নেটফ্লিক্স ছবির স্বত্ব কিনে রেখেছে। ছবিতে পরিচালনা ছাড়াও অভিনয়ও করছেন দেব।

আরও পড়ুন- Aryan Khan Drug Case: আদালতের বাইরে আরিয়ানকে দেখেই জড়িয়ে ধরলেন শাহরুখ? ভাইরাল ভিডিয়ো নিয়ে চর্চা

Next Article