NABC 2023: ‘আমিই বোধহয় একমাত্র গায়ক যে…’, সপাটে উত্তর, বোমা ফাটালেন শিলাজিৎ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 07, 2023 | 6:20 PM

NABC 2023: নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে গিয়ে চরম হেনস্থা ও অব্যবস্থার মুখে পড়তে হয়েছে বাংলার শিল্পীদের-- এই অভিযোগেই এখন উত্তাল সামাজিক মাধ্যম। একের পর এক শিল্পী প্রতিবাদে সরব হয়েছেন।

NABC 2023: আমিই বোধহয় একমাত্র গায়ক যে..., সপাটে উত্তর, বোমা ফাটালেন শিলাজিৎ
শিলাজিৎ মজুমদার।

Follow Us

 

নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে গিয়ে চরম হেনস্থা ও অব্যবস্থার মুখে পড়তে হয়েছে বাংলার শিল্পীদের– এই অভিযোগেই এখন উত্তাল সামাজিক মাধ্যম। একের পর এক শিল্পী প্রতিবাদে সরব হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন পন্ডিত অজয় চক্রবর্তীও। অভিযোগ, হেনস্থার মুখোমুখি হতে হয়েছে তাঁকেও। এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় চলছে লেখালিখি তখন বোমা ফাটালেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ। একটি পোস্ট করেছেন তিনি। বিদেশে গিয়ে বাঙালিদের আয়োজিত ওই অনুষ্ঠানের প্রস্তাব যে বহু বছর আগেই নাকোচ করেছেন তিনি, সে কথাই ফুটে উঠেছে ওই পোস্টে। গায়ক লেখেন, “আমি কোনওদিন বিদেশে, বাঙালিদের অনুষ্ঠানে গান গাইতে যাইনি। বোধহয় আমি এক মাত্র গায়ক এ দেশে যে তিরিশ বছর ধরে গান গেয়ে খাই কিন্তু বিদেশি বাঙালিদের পয়সায় খাইনি। কারণ বললে অনেকে রেগে যাবে।” শিলাজিৎ যোগ করেন, “আমি অনেক কিছু মেনে নিতে পারিনি।মানতে মানতে শুনতে শুনতে এই জায়গায় পৌঁছে আমার শিল্পী বন্ধুরা যে আর মানতে পারছে না। ভাল লাগল। আমি তো বিদেশ সংগঠকদের আর মাঝখানে থাকা এখানকার দালালদের প্রাথমিক প্রপোজাল গুলোই মানতে পারিনি।যাওয়া তো দূরের কথা। একজন খুব কাছের মিউজিসিয়ান তো আমাকে বোকা-ও বলেছিল। আজকে নিজেকে বোকা মনে হচ্ছে না ওর মুখ টা ভাসছে। আমার প্রতিবাদ টা তিরিশ বছর আগে থেকে চলছে। চলবে।”

প্রসঙ্গত, নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স ওরফে NABC- তে শুধুমাত্র যে বাঙালি সঙ্গীতশিল্পীরা হাজির ছিলেন এমন নয়। অনির্বাণ চক্রবর্তী থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য, বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার ছিলেন অনেকেই। এঁদের প্রায় প্রত্যেকেই চরম অব্যস্থার কথা প্রকাশ্যে এনেছেন। যদিও উঠেছে পাল্টা বক্তব্যও। অনেকেরই মতে, NABC-র এই অব্যবস্থা আজকের নয়। বহুদিন থেকেই তা চলে এসেছে। তা সত্ত্বেও কেন বারংবার বাঙালি শিল্পীরা হাজির হন সকলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সঙ্গীতশিল্পী টিভিনাইন বাংলাকে বলেন, “পরের বারেই আবার সকলে হাজির হবেন, তখন এই সম্মিলিত প্রতিবাদ বেঁচে থাকবে তো?” প্রবাসী বাঙালিদের দ্বারা আয়োজিত ওই অনুষ্ঠান ঘিরে চর্চা চলছেই। এরই মধ্যে অন্য পথে হাঁটার ঘটনার কথা শেয়ার শিলাজিতের।

Next Article