শিলাজিৎ মজুমদার– যা মনে করেন তা নাকি মুখেই বলে দেন তিনি। রাখঢাক ধাতে নেই। তাই গায়িকা ইমন চক্রবর্তী তাঁর দিকে অভিযোগ তুলতেই সোজাসাপটা জবাব দিলেন তিনি। কী বলেছেন ইমন? এক ওটিটি প্ল্যাটফর্মে এসে ইমন অভিযোগ করেন, শিলাজিৎ গানের শো করতে যা পারিশ্রমিক নেন তা প্রচুর। ইমনের কথায়, “তুমি এত টাকা নাও। আমাদের পাঁচটা শো-র টাকা তুমি একট শো-তে নিয়ে নাও”। আর এতেই ইমনকে স্পষ্ট ভাষায় বেশি টাকা নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন শিলাজিৎ। তাঁর বক্তব্য, তিনি বেশি টাকা নেন বলেই তাঁর জুনিয়র তথা ইমনসহ অন্যান্য বেশি টাকা চাইতে পারে। তাঁর কথায়, “আমি যদি কম টাকা চাই তোদেরকে ওই টাকা কেউ দেবে না। তোদের দাদা-কাকা-বাবারা যাদের তোরা প্রণাম করিস, অনেক কথা বলিস, তারা তোদের মেরুদণ্ড ভেঙে দিয়ে যাচ্ছে, কম পয়সায় শো করে। আজকে পশ্চিমবঙ্গে কেউ নেই দু তিনটে লোকের বাইরে যারা নিজেদের রেট ধরে রেখেছে। লোভের চোটে এদিক ওদিক চলে যাচ্ছে, ৫-৫০-১০ সব করে নিচ্ছে।”
শিলাজিৎ যে ভুল বলেননি তা স্বীকার করে নেন ইমনও। জাতীয় পুরস্কার পেয়েছিলেন ইমন। শিলাজিৎ মনে করিয়ে দেন, তখন ইমনকে মেসেজ করে তিনিই বলেছিলেন, “এবার তোর রেটটা বাড়াবি”। অর্থাৎ গানের জন্য এবার যেন বেশি পয়সা দাবি করেন ইমন। শিল্পীর যে যোগ্য পারিশ্রমিক প্রাপ্য তা মনে করিয়ে দিয়েছেন শিলাজিৎ। কম টাকা কোয়ালিটি কাজ! একেবারেই নারাজ তিনি।
সম্প্রতি এক অনভিপ্রেত ঘটনার মুখে পড়তে হয়েছিল ইমনকে। মধ্যরাতে স্বামী ও বন্ধুবান্ধবদের সঙ্গে ব্যাডমিন্টন খেলে ফেরার সময় রাস্তায় তাঁকে হেনস্থা করে এক যুবক। করে নোংরা ইঙ্গিতও। ইমন চুপ থাকেননি। নিকটবর্তী থানায় ফোন করে সবটা জানাতেই সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।