কুমার শানু এই নাম টা শুনলেই হাজার খানেক গান মন ভিড় করে আসে। পুজোর প্যান্ডেলে সকাল থেকে নানা গানের সুর বলে দেয় বাঙালির সবথেকে বড় উৎসব হাজির। তবে যাঁর গানের সুরে পুজো সাজে, সেই সঙ্গীত শিল্পী কুমার শানুর পুজো কেমন কাটে তা জানতেই সুদূর মুম্বইয়ে হাজির TV9 বাংলা। আরব সাগরের তীরে বাণিজ্য নগরীর বাসিন্দা বাংলার ছেলে পদ্মশ্রী গায়ক কুমার শানু। তাঁর কথায়, “বহু বছর ধরেই একটা ইচ্ছে ছিল দুর্গোৎসব করার।কলকাতার পূজোকে মিস করা থেকেই এই ভাবনা।”
যেমন কথা তেমন কাজ। লোখান্ডওয়ালা এলাকায় যেখানে তিনি বহু বছরে বাসিন্দা, সেখানেই তাঁর কয়েক জন বন্ধুর সঙ্গে মিলে শুরু করেছেন দুর্গোৎসব। এই পুজোর নাম ‘মুম্বইয বেঙ্গলি কালচারাল কমিটি’। গায়কের কথায়, “কলকাতার মজা সূদুর মুম্বইয়ের প্রবাসীদের জন্য উপহার এই পূজা। ” পুজোর পাঁচ দিন এই পুজো ঘিরে গায়ক কুমার শানু এই পুজোয় আনন্দ করেন। নির্মল আনন্দ পেতে গায়ক কুমার শানু এখানে পাঁচদিন মজায় মেতে ওঠেন। অঞ্জলি থেকে ভোগ বিতরণ করেন। ছোটবেলায় তবলা বাজাতেন, তবে বহু বছর পরও ঢাকের তাল তেমনই আছে। কুমার শানু ঢাকির কাছে জেনে নিতে ভুললেন না ঢাকের সঙ্গে কাঁসর ঠিক মত আনা হয়েছে কিনা। কুমার শানুর মতে, “আমি একটুকরো কলকাতা মুম্বইয়ে আনার চেষ্টা করেছি।” এই পুজোর মাধ্যমেই ছোট বেলার পুজোর স্মৃতিকে আবার নতুন করে পাওয়ার চেষ্টা করেন গায়ক।
পুজোর সময় কলকাতার সব প্যান্ডেলেতো কুমার শানুর গান হয়ে থাকে। আর সেই গান শুনে ও শুনিয়ে অনেকেই প্রেম নিবেদন করেন। কুমার শানু কি কখনও পুজোর সময় প্রেমে পড়েছেন? এই প্রশ্নের উত্তরে শানুর উত্তরের ” কেউ পাত্তাই দিতোনা, তাই প্রেম আর সেই রকম হয়নি”। তার সঙ্গেই যোগ করেন “আমি কুমার শানু গায়ক হিসেব নাম করার পর আর প্রেম হয়নি, কারণ ততদিনে আমি বিবাহিত ,তাই প্রেম আর হয়নি, আর সেই কারনেই গানে আমার এতো প্রেম।” একগাল হেসে বললেন তিনি।
মণ্ডপে ঠাকুর দেখতে এসে দেখা গেল লম্বা লাইন। আর সেই লাইনের সামনে দাঁড়িয়ে হাসি মুখে সেলফি দিচ্ছেন কুমার শানু। মুখে ক্লান্তির লেশ নেই। তিনি বললেন, ‘”দর্শক ও শ্রোতাদের জন্যই আমি, তারা ভালোবাসেন আমাকে আমার গান শুনে, তাই তারা একটু ছবি তুলতে চাইলে সেটা দিতেই হয়। এটাই তো ভালোবাসা”।কুমার শানুর এই পুজোতে হাজির হয়েছিলেন বহু তারকা। রাখী সাওয়ান্ত নিজের স্বভাব সুলভ কায়দায় হাজির হয়েছিলেন বাঙালি সাজে। এর পরই ষষ্ঠীতে হাজির ছিলেন অনুপম খের। এক ঝটিকি সফরে ঘুরে গেলেন টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তও। মায়ানগরীতে বলিউডে বাঙালিরা এসে শুধু রাজত্ব করেছেন এমন নয় নিজের সংস্কৃতির রঙে রাঙিয়েছেন সকলকে। পুজোর কদিন গানবাজনা ঢাকার তালে ধুনুচি নাচে তাই দম ফেলার সময় পাচ্ছেন না শানুও।