Rashmika Mandanna: রশ্মিকা নিজেই খবরের সত্যতাকে দিলেন মান্যতা

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 12, 2022 | 3:48 PM

Rashmika Mandanna:  রশ্মিকা 'মিশন মজনু' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করবেন, এমনই খবর। 'শেরশাহ' ছবির নায়ক সিদ্ধার্থের সঙ্গে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

Rashmika Mandanna: রশ্মিকা নিজেই খবরের সত্যতাকে দিলেন মান্যতা
রশ্মিকা মনদানা আরও এক বলি-তারকার সঙ্গে জুটিতে

Follow Us

কয়েকদিন ধরে বি-টাউনে খবর শোনা যাচ্ছিল সিদ্ধার্থ মালহোত্রা, অমিতাভ বচ্চন, রণবীর কাপুরের পর ‘পুষ্পা’ স্টার রশ্মিকা মনদানা (Rashmika Mandanna) জোট বাঁধতে চলেছেন টাইগার শ্রফের (Tiger Shroff) সঙ্গে। দক্ষিণের ২৬ বছর বয়সী নায়িকা রশ্মিকা ‘পুষ্পা’ ছবির জন্য এখন সারা ভারতে নিজের একটা জায়গা করে নিয়েছেন। বলিউডের বিভিন্ন পরিচালিক-প্রযোজকও তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী। এখনও তাঁর বলিউড ডেবিউ হয়নি। এর মধ্যেই একের পর এক ছবির প্রস্তাব তাঁর ঝুলিতে। এবার শোনা যাচ্ছিল, তিনি টাইগার শ্রফের সঙ্গে শশাঙ্ক খৈতানের নতুন অ্যাকশনপ্যাক ছবিতে কাজ করতে চলেছেন। খবর এও ছিল শশাঙ্ক নতুন জুটির খোঁজে ছিলেন তাঁর সিনেমার জন্য। আর তা খুব সহজে অনুমান করা হয়েছিল রশ্মিকার নাম, যেহেতু তিনি একের পর এক কাজ করছেন বলিউডে।

এবার সেই খবর শিলমোহর দিলেন স্বয়ং রশ্মিকা। টাইগার শ্রফের সঙ্গে তাঁর একসঙ্গে কাজ করার খবর নিশ্চিত করতে রশ্মিকা তাঁর ইনস্টাগ্রামেরা সাহায্য নিয়েছেন। তবে তাঁরা সিনেমা নয়, সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তাঁরা একসঙ্গে হয়েছেন। রশ্মিকা নিজের ইনস্টা স্টোরিতে টাইগারের সঙ্গে নাচ করছেন এমন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। রশ্মিকাকে  কালো পোশাকে সুন্দর লাগছিল। অন্যদিকে, টাইগারকে তাঁর লাল টি-শার্ট আর কালো প্যান্টে দারুন লাগছিল। অভিনেত্রী ভিডিয়োর ক্যাপশনে ‘বাগি’ ছবির তারকাকে প্রশংসা করে লিখেছেন, “গুজবটি সত্য ছিল আপনারা যা বলছিলেন..লোল!! টাইগার শ্রফ এবং আমি একটি বিজ্ঞাপনের জন্য শুটিং করেছি। তাঁর সঙ্গে কাজ করা ছিল দারুণ (ফায়ার ইমোজিস)। আরও কাজ করার জন্য উন্মুখ”।

রশ্মিকা ‘মিশন মজনু’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করবেন, এমনই খবর। ‘শেরশাহ’ ছবির নায়ক সিদ্ধার্থের সঙ্গে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এছাড়াও তিনি বিকাশ বহলের ‘গুডবাই’ ছবিতে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা এবং পাভেল গুলাটি সঙ্গে কাজ করছেন। তালিকায় রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ও। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। অনিল কাপুর  এবং ববি দেওলও আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে।অন্যদিকে টাইগারের ‘গণপত: পার্ট ওয়ান’ রয়েছে যেখানে তিনি তাঁর ‘হিরোপান্তি’ ছবির সহ-নায়িকা কৃতি শ্যাননের সঙ্গে আবার কাজ করতে চলেছেন জুটি হিসেবে।

 

Next Article