যমজ পুত্রের বাবা-মা হলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং দক্ষিণ ছবির পরিচালক বিঘ্নেশ শিবন। কিন্তু এ কী খবর, তাঁদের বিয়ে হয়েছে মোটে চার মাস আগে। এরই মধ্যে বাবা-মা হলেন কীভাবে? আমজনতার মতো উত্তর জানতে চায় তালিমনাড়ু সরকারের স্বাস্থ্য দফতরও। অনেকেই মনে করছেন, তাঁদের সন্তান হয়েছে সারোগেসির মাধ্যমে। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও ধরনের বিবৃতি দেননি নয়নতারা কিংবা বিঘ্নেশ। ফলে প্রশ্ন উঠছে, ভারতীয় সংবিধান মেনে আদতেও সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম হয়েছে কি না।
সোমবার একটি সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন উত্থাপন করেন তামিল নাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম। বিষয়টিতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, “সারোগেসি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ২১ বছরের বেশি বয়সি কিংবা ৩৬ বছরের কম বয়সি হলে এবং পরিবারের অনুমতি থাকলে তবেই সারোগেসি করা যেতে পারে।”
টাকা-পয়সার বিনিময়ে সারোগেসি ভারতে নিষিদ্ধ। যে কারণে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় এটাও বলা আছে, যিনি সারোগেট মা হবেন, তাঁর অন্ততপক্ষে একবার বিয়ে হওয়া প্রয়োজন এবং পূর্বেই একটি সন্তান থাকা প্রয়োজন। সারোগেসির বাণিজ্যিকীকরণ রুখতে ২০২২ সালের জানুয়ারির ২৫ তারিখ এই নিয়ম চালু করেছে ভারত সরকার।
২০২২ সালের জুন মাসে বিয়ে করেন নয়নতারা এবং বিঘ্নেশ। মহাবলিপুরমে বিয়ে করেন তাঁরা। সেই বিয়েতে উপস্থিত ছিলেন শাহরুখ খানও।