হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দেশের বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। দিল্লির এইমসে ভর্তি আছেন তিনি। তাঁর সুস্বাস্থ্য কামনা করে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজুর চিকিৎসার জন্য কলকাতা থেকে স্নায়ুরোগ বিশেষজ্ঞ গিয়েছেন তাঁর দিল্লি এইমসে। দিন কয়েক আগে এক্সারসাইজ় করতে-করতে হৃদরোগে আক্রান্ত হন রাজু। এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আছেন কমেডিয়ান। তাঁকে দেওয়া হয়েছে ভেন্টিলেশন সাপোর্টও। সেই আইসিইউতেই ঘটেছে এক বিরল ঘটনা। হাসপাতালের আইসিইউতে ভারত বিখ্যাত তারকা চিকিৎসাধীন, আর তাই তাঁর কাছে গিয়ে এক ব্যক্তি সেলফি তোলেন। এই ঘটনার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন হাসপাতালের কর্মীরা। রাজুর নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। এর পর একটুও সময় নষ্ট না করে বিশেষ করে রাজুর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অনুমতি ছাড়া কাউকেই এখন আইসিইউতে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গত শুক্রবার, রাজুর অনুজ ভাই দিপু একটি ভিডিয়ো শেয়ার করেন সোশ্যা মিডিয়ায়। কমেডিয়ানের সুস্বাস্থ্য কামনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানিয়েছেন, রাজু হাসপাতালেই চিকিৎসাধীন। তাঁদের বিশ্বাস, সকলের প্রার্থনার জোরে তিনি ফিরে আসবেন সুস্থ হয়ে। সঙ্গে এও বলেছেন, এইমসে সেরা চিকিৎসা পাচ্ছেন রাজু।
৫৮ বছরের রাজু নিয়মিত শরীরচর্চা করতেন। ট্রেডমিলে দৌড়তেন নিয়মিত। সেই এক্সারসাইজ় করার সময়ই বুকে তীব্র ব্যথা হতে শুরু করে কমেডিয়ানের। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁর প্রশিক্ষক রাজুকে নিয়ে যান হাসপাতালে। দিপু শ্রীবাস্তব বলেছেন, “আমার ভাই রাজু একজন যোদ্ধা। আমাদের পরিবারের বিশ্বাস এই কঠিন লড়াই ওঁ ঠিকই জয় করবে।”