Oscars 2023 Shortlist: প্রকাশ্যে অস্কারের শর্টলিস্ট তালিকা; কারা জায়গা পেল, কে হারাল?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 22, 2022 | 6:40 PM

Hollywood Films: আরও এক ধাপ এগিয়ে গেল এই হলিউড ছবিগুলি। যেমন 'টপ গান: মাভেরিক', 'ব্ল্যাক প্য়ান্থার: ওকান্ডা ফরএভার' এবং 'অবতার: দ্য় ওয়ে অফ ওয়াটার'। সেই সঙ্গে এগিয়ে গেলেন লেডি গাগা, টেলর সুইফ্ট, রিহানার মতো তারকারাও।

Oscars 2023 Shortlist: প্রকাশ্যে অস্কারের শর্টলিস্ট তালিকা; কারা জায়গা পেল, কে হারাল?

Follow Us

আরও এক ধাপ এগিয়ে গেল এই হলিউড ছবিগুলি। যেমন ‘টপ গান: মাভেরিক’, ‘ব্ল্যাক প্য়ান্থার: ওকান্ডা ফরএভার’ এবং ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’। সেই সঙ্গে এগিয়ে গেলেন লেডি গাগা, টেলর সুইফ্ট, রিহানার মতো বিশ্ববিখ্য়াত তারকারাও। বুধবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস ৯৫তম অস্কার্সের ১০টি বিভাগের বাছাই করা তালিকা প্রকাশ করেছে। সেই বিভাগের মধ্যে রয়েছে তথ্যচিত্র ফিচার, আন্তর্জাতিক ছবি, মেকআপ এবং কেশসজ্জা, নেপথ্য সঙ্গীত, মৌলিক গান, শব্দ, ভিজ়ুয়াল এফেক্টস এবং শর্টস।

১৫ আন্তর্জাতিক ছবির তালিকায় জায়গা করে নিয়েছে আলেজ়্যান্দ্রো গনজ়ালেজ় ইনারিতুর ‘বার্দো, ফল্স ক্রনিকল অফ আ হ্যান্ডফুল অফ ট্রুথস’। মনে করা হচ্ছে, এই ছবিটিই অন্যতম প্রতিদ্বন্দ্বী। সেই তালিকায় রয়েছে ডেনমার্কের ‘হোলি স্পাইডার’, জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ফ্রান্সের ‘সেন্ট ওমের’, অস্ট্রিয়ার ‘কর্সেজ’, পোল্যান্ডের ‘ইও’, ক্যাম্বোডিয়ার ‘রিটার্ন টু সিয়াউল’, দক্ষিণ কোরিয়ার ‘ডিসিশন টু লিভ’, বেলজিয়ামের ‘ক্লোজ়’ এবং আর্জেন্টিনার ‘আর্জেন্টিনা, ১৯৮৫’। তালিকায় প্রথমবারের জন্য জায়গা করে নিয়েছে পাকিস্তানের একটি ছবি। সেই ছবির নাম ‘জয়ল্যান্ড’। এমন অনেক পরিচালকও আছেন, যাঁদের ছবি প্রথমবার শর্টলিস্টেড হয়েছে এই তালিকায়।

ভারত থেকে এসএস রাজামৌলীর অ্যাকশন এপিক ‘আরআরআর’ ছবিটি অফিশিয়াল বাছাই ছিল না। বেশ কয়েকটি বিভাগে শর্টলিস্টেট হয়েছে এই ছবি। ছবির গান ‘নাট্টু নাট্টু’ জায়গা পেয়েছে গানের বিভাগে। ২০ বছরে প্রথম ভারতীয় পরিচালক পান নালিনের ‘লাস্ট ফিল্ম শো’ জায়গা করে নিয়েছে তালিকায়।

অন্যদিকে বড় বাজেটের সিকুয়্যেল যেমন ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘টপ গান মাভেরিক’, ‘ব্ল্যাক প্যান্থার: ওকান্ডা ফরএভার’-এর মতো সিকুয়্যেল ছবি জায়গা পেয়েছে এফেক্টস এবং সাউন্ড বিভাগে। লেডি গাগার গান ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘অবতার’-এর ‘নাথিং ইজ় লস্ট’, ‘ব্ল্যাক প্যান্থার’-এ রিহানার ‘লিফ্ট মি আপ’গানটি জায়গা করে নিয়েছে অস্কারের শর্টলিস্ট তালিকায়। জায়গা পেয়েছে টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’ গানটি, ড্রেকের ‘টাইম’, সেলিনা গোমেজ়ের ‘মাই মাইন্ড অ্যান্ড মি’…

Next Article