বর্তমানে নানা প্লটে নানা ভাঁজে গল্প বুঁনেও কোথাও গিয়ে যেন সেই ছবি সাফল্যের মুখ সেভাবে দেখছে না। বলিউড সেই প্রসঙ্গে রীতিমত নাজেহাল। যদিও তালিকায় ব্যতিক্রমী ছবির নামও থেকে যাচ্ছে। যেমন ভুল ভুলাইয়া ২, গাঙ্গুবাই কাথিওয়ারি প্রভৃতি। তবে সিংহভাগ ছবিই সাফল্যের মুখ সেভাবে দেখতে পারছে না। কেন, দর্শক কি তবে ছবি দেখা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, না কি অন্য কোনো ধাঁচে গল্প বললে তা গ্রহণ করছে সহজেই। এই সহজ সমীকরণের সংজ্ঞাটা এখনও অধারা। নানা ধরনের ছবি, বিভিন্ন স্টারদের নিয়ে মুক্তি পেলেও, ঠিক কীভাবে ছবি আবারও সেই তিনশো কোটির বক্স অফিস সাফল্য দেখবে, তা কোথাও গিয়ে আজ যেন রহস্য।
এবার সেই ধাঁধাঁতে খানিক হলেও আলোকপাত করলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবির মূলে ঠিক কোন খাতে কোন গল্প হিট করা যায়, তাঁর উত্তর হল তামান্নার কাছে ভীষণ সহজ। হোয়াইট টেলিফনিক ছবি নয়। স্বপ্নের রঙে রাঙিয়ে দিয়ে রূপকথার গল্পে ভেসে যেতে এখন আর সেভাবে কেউ চায় না। করোনা সকলে ভীষণভাবে বাস্তবের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। তা এখন সাধারণ মানুষ সাধারণ গল্প তাঁদের নিজের সমাজ, সংস্কৃতির গল্পই বেশি পছন্দ করছে।
এক কথায় যাকে বলে নিজের গল্প। এভাবেই ছবিকে যদি প্রতিটা ধাপে তৈরি করা যায়, তামান্নার কথায়, সাধারণ মানুষ তা খুব সহজেই গ্রহণ করতে পারে। কোথাও গিয়ে যেন সেই রহস্যই বোধহয় অনেকের কাছে থেকে যাচ্ছে অধরা। এটাতেই ঘোর আপত্তি থেকে যায় বোধহয় কিছু কিছু দর্শকদের। মাটির গল্প ছুঁয়ে দেখলেই নাকি মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় বলে ধারনা তামান্না ভাটিয়ার। এই ধরনের গল্পে মানুষ সহজেই জানতে পারেন, তাঁদের সমাজে ঠিক কী কী ঘটছে। কীভাবে বদল আসছে। যার ফলে তাঁরা অনেক বেশি আপন করে নেয় সেই সকল ছবিকে।