Taz Death: প্রয়াত হৃত্বিক রোশনের ‘কোই মিল গয়া’ ছবির গায়ক তাজ়
Taz: হার্নিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। লিভারের অবস্থা খুব খারাপ ছিল। কোমায় ছিলেন অনেকদিন।

প্রয়াত গায়ক তাজ়। হার্নিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। লিভারের অবস্থা খুব খারাপ ছিল। অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে দু’বছর পিছিয়েছিল। ফলে আরও অসুস্থ হয়ে পড়েন তাজ়। তিনি কোমায় চলে যান। শারীরিক অসুস্থতার আরও অবনতি হয় মার্চ মাসে। আশার আলো দেখিয়ে, মার্চের শেষে কোমা থেকে বেরিয়ে আসেন তিনি। সে সময় অনেকেই ভেবেছিলেন তাজ়ের শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। সে সময় তাজ়ের পরিবার বিবৃতি প্রকাশ করে প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছিল।
১৯৮৯ সালে ‘হিট দ্য ডেক’ অ্যালবামে রিলিজ় করে তাজ়ের। সেই সময় তিনি খ্যাতির শীর্ষস্থান দখল করে নেন। তাজ় ছিলেন পপ ব্যান্ড ‘স্টিরিয়ো নেশন’-এর সদস্য। ১৯৯৬ সালে তৈরি হয়েছিল সেই ব্যান্ডটি। ক্রস কালচারাল এশিয়ান ফিউশন মিউজ়িকের পথিকৃৎ বলা হত তাজ়কে। ৯-এর দশকে অজস্র সঙ্গীত নির্মাণ করেছেন তাজ়। ২০০০ সালে মুক্তি পায় তাঁর ‘স্লেভ টু’ অ্যালবামটি। ‘পেয়ার হো গায়া’, ‘নাচেঙ্গে সারি রাত’, ‘গলন গোড়িয়াঁ’র মতো গান গাইতেন তিনি।
বলিউড ছবিতেও গান গেয়েছেন তিনি। ‘তুম বিন’ ছবিতে গেয়েছিলেন ‘দারো ভিচ পেয়ার’, ‘কোই মিল গয়া’ ছবিতে গেয়েছিলেন ‘ইটস ম্যাজিক’ গানটি, ‘রেস’ ছবিতে গেয়েছিলেন ‘মুঝপে তো জাদু’ গানটিও।
তাজ়ের মৃত্যুর পর বহু মানুষ শোকপ্রকাশ করেছেন। ছবির প্রযোজক গুরবিন্দর চাড্ডা লিখেছেন, “মন ভেঙে গিয়েছে আমার। ব্রিটিশ মিউজ়িকটাই আমাদের ছেড়ে চলে গিয়েছে। সারাজীবন আমাকে এত আনন্দ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”
গায়ক জয় শন লিখেছেন, “কিংবদন্তির মৃত্যু হয়েছে। আমাদের সকলের মন ছুঁয়েছেন আপনি। আপনার সঙ্গীত আমাদের মনে রয়েছে।”
আরও পড়ুন: Rakhi Sawant: পাঁজর থেকে স্বামী রিতেশের ট্যাটু শেষমেশ মুছলেন রাখি, বললেন, ‘আমি পাগল ছিলাম…’
আরও পড়ুন: Dev: অস্কার পেলেন দেব! আবেগে ভাসছে পরিবার ও তাঁর অনুরাগীরা





