ভারত থেকে এই বছর অ্যাকাডেমি পুরস্কারের (অস্কার) জন্য মনোনীত গুজরাটি ছবি ছেলো শো (দ্য লাস্ট ফিল্ম শো)-এর শিশু অভিনেতা রাহুল কোলি গত ২ অক্টোবর প্রয়াত হয়েছে। গত চারমাস ধরে সে দুরারোগ্য লিউকোমিয়ায় ভুগছিল। ১৪ অক্টোবর তাঁর অভিনীত ছবি রিলিজ করবে। সেই ছবি তাদের জীবন বদলে দেবে এই আশা ছিল রাহুলে। জানিয়েছেন তার রিক্সাচালক বাবা। কিন্তু ১৪ তারিখের আগেই চলে যেতে হলো তাঁকে। তার ক্যান্সার ধরা পরেছে জেনে নির্মাতারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন খবর। চিকিসার জন্য সহায়তারও হাত বাড়িয়েছিলেন তাঁরা। তবে শেষ রক্ষা হল না।
এবার তার মতো আর বাচ্চাদের যাতে এভাবে চলে যেতে না হয়, সেই উদ্দেশ্যে তার নামে একটি ট্রাস্ট খোলা হবে। রাহুলের স্মৃতিতে এই ট্রাস্ট থেকে যেমন তার পরিবার কিছুটা আর্থিক সাহায্য পাবে, তেমন আরও গরীব বাচ্চারা যাতে এমন দুরারোগ্যা ব্যাধির চিকিৎসা করাতে পারে সেটা দেখা হবে এই ট্রাস্ট থেকে।
রামু কলি, রাহুলের বাবা বলেছেন, “রবিবার ২ অক্টোবর, রাহুল প্রাতঃরাশ করেছিল এবং তারপরের কয়েক ঘণ্টার মধ্যে বারবার জ্বর আসে। এরপর রাহুল তিনবার রক্ত বমি করেছিলেন। এরপর আর আমার সন্তান চলে যায়। আমাদের পরিবার শেষ হয়ে গিয়েছে৷ কিন্তু আমরা তার চূড়ান্ত শুদ্ধিকরণ অনুষ্ঠান করার পরে ‘দ্য লাস্ট ফিল্ম শো’ একসঙ্গে দেখব মুক্তির দিন ১৪ অক্টোবর”। প্যান নলিন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, “আমরা কয়েক সপ্তাহ ধরে রাহুলের দেখাশোনা করার জন্য পরিবারের সঙ্গে ছিলাম কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।”