Urfi Javed: খোলামেলা পোশাকের জন্য গ্রেফতার উরফি? টানতে টানতে গাড়িতে তুলল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 03, 2023 | 1:52 PM

Urfi Javed: রাস্তার মাঝখান থেকে তাঁকে তাঁর পোশাকের জন্য গ্রেফতার করা হবে একথা অনেকেই যেন মেনে নিতে পারছেন না। উরফির সঙ্গে এবার কি তেমনটাই ঘটল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে তেমনটাই স্পষ্ট হয়ে গেল নেটিজ়েনদের কাছে।

Urfi Javed: খোলামেলা পোশাকের জন্য গ্রেফতার উরফি? টানতে টানতে গাড়িতে তুলল পুলিশ

Follow Us

উরফি জাভেদ, বলিপাড়ার অন্যতম চর্চিত নাম। যাঁর ফ্যাশন স্টেটমেন্ট বারবার তাঁকে খবরের শিরোনামে তুলে এনেছে। তাঁর বোল্ড পোশাক, তাঁর ছকভাঙা লুক, বিশেষ করে তিনি যেভাবে খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ বোধ করেন, তাতে বোধহয় কোথাও গিয়ে একশ্রেণির সমস্য দেখা দেয়। বারবার তাঁকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে প্রাণে মেরে ফেলার। কখনও আবার পুলিশের হুমিকও দেখানো হয়েছে। তবে উরফি জাভেদ বরাবরই নিজের মন্তব্যে স্পষ্ট ছিলেন। সাফ জানিয়ে দিতে পিছপা হননি, যে পোশাক যার যার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেক্ষেত্রে তিনি যে ধরনের পোশাক পরেন তা নিয়ে তাঁর মনে খুব একটা পরশ্ন ছিল না তাঁর।

তাই বলে রাস্তার মাঝখান থেকে তাঁকে তাঁর পোশাকের জন্য গ্রেফতার করা হবে একথা অনেকেই যেন মেনে নিতে পারছেন না। উরফির সঙ্গে এবার কি তেমনটাই ঘটল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে তেমনটাই স্পষ্ট হয়ে গেল নেটিজ়েনদের কাছে। ভাইরাল ভয়ানি পাপারাৎজির সোশ্যাল মিডিয়ার পাতায় এবার ধরা পড়ল তেমনই এক ভিডিয়ো। যেখানে দেখা যায় গাড়ি করে হাজির পুলিশ। ভেতর থেকে ডেকে আনা হয় তাঁকে। উরফি বেরিয়ে জানতে চান, ঠিক কী ঘটেছে, মহিলা পুলিশ খুব একটা বিস্তারিত কিছু না জানিয়ে কেবল তাঁকে বলেন, খোলামেলা পোশাক পরার জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। উরফি খানিকটা অবাক হয়ে গিয়ে বলেন, তিনি যা ইচ্ছে তাই পরতে পারেন, তার জন্য তাঁকে আটক কেন করা হবে? পাল্টা পুলিশের তরফ থেকে তাঁকে জানান হয়, যে তাঁর যা বলার আছে তিনি যেন তা থানায় গিয়ে বলেন। এরপর ঠিক কী ঘটে এখনও স্পষ্ট নয়, তবে এই ভিডিয়ো যে জল্পনার সৃষ্টি করেছে, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল।

Next Article