মাস খানেক আগেই অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট বিশ্বকাপ খেলে এসেছে ভারত। ভারতের হার, পারফরম্যান্স নিয়ে যত না চর্চা হয়েছে তার থেকেও বেশি চর্চা হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলা (Uravasi Rautela) ও ব্যাটার ঋষভ পন্থের সম্পর্কের সমীকরণ নিয়ে। উর্বশীর আবেগমাখা পোস্ট থেকে শুরু করে হঠাৎ করে অস্ট্রেলিয়া ভ্রমণ– এ সবই হয়ে উঠেছিল আলোচনার বিষয়। ক্রীড়াপ্রেমীদের একটা বড় অংশ মনে করেছিলেন, পন্থকে বুঝি রীতিমতো ‘স্টক’ তথা অনুসরণ করছেন উর্বশী। অভিনেত্রী চুপ ছিলেন। তবে অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। অস্ট্রেলিয়া যাওয়ার আগে এক পোস্ট করেছিলেন উর্বশী। বিমানে বসে উর্বশী লিখেছিলেন, ‘আমার হৃদয় অনুসরণ করলাম (হৃদয় বোঝাতে কালো রঙের হৃদয় ইমোজি ব্যবহার করেছিলেন) আর সেই হৃদয় আমায় অস্ট্রেলিয়া পৌঁছে দিল।’ অনেকেই আন্দাজ করেছিলেন, ঋষভের জন্যই ওই পোস্ট করেছেন নায়িকা। এখানেই কি শেষ? এরও কিছুদিন এক সাক্ষাৎকারে বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন উর্বশী।
সাক্ষাৎকারে উর্বশী কারও নাম না নিয়েই বলেন, তিনি বেনারসে শুট করছিলেন। সেখান থেকে দিল্লিতে তাঁর এক শো ছিল। সারাদিন শুটিংয়ের পর হঠাৎ তিনি জানতে পারেন ‘মিস্টার আরপি’ এসেছেন। লবিতে নাকি তাঁর জন্য অপেক্ষা করছেন। উর্বশী যোগ করেন, “আমি এত ক্লান্ত ছিলাম আমি ঘুমিয়ে পড়ি। বুঝতেই পারিনি আরপি আমায় ১৬/১৭ বার ফোন করেছে। আমার খুব খারাপ লাগে। একজন আমার জন্য অপেক্ষা করছিল আর আমি এভাবে ঘুমিয়ে পড়লাম। সেই কারণে আমি তাঁকে বলি মুম্বই এলে আমার সঙ্গে দেখা কোরো”। উর্বশীর দাবি, মুম্বই এসে সেই আরপির সঙ্গে তিনি দেখাও করেন। এর আগে উর্বশী আর পন্থকেই একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বইয়েই। তা নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলাও। ওই রহস্যময় আরপি’র পুরো নাম উর্বশী বলতে না চাইলেও নেটিজেনদের দুইয়ে দুইয়ে চার করে ভেবেছিলেন আরপি বুঝি ঋষভ পন্থের নামের অদ্যাক্ষর।
তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে পুরোপুরি উলটপূরাণ নায়িকার। জানালেন, ঋষভ পন্থ নয় তাঁর উল্লিখিত আরপি আদপে তাঁর সহ অভিনেতা রাম পথিনেনি। তাঁর কথায়, “মানুষ প্রেম, ভালবাসা নিয়ে অনেক কিছু ভেবে ফেলে। কেউ যদি ওই সবে বিশ্বাস করেন, তাহলে কী আর বলব? স্ব সময় দেখি ক্রিকেটার আর অভিনেতাদের মধ্যে তুলনা করা হয়। ক্রিকেটাররা অনেক বেশি সম্মান পান। আমার খারাপ লাগে। হ্যাঁ, তাঁরা দেশের জন্য খেলেন ঠিকই কিন্তু অভিনেতারাও তো সেই দেশের হয়েই প্রতিনিধিত্ব করেন।” উর্বশী জানিয়েছেন, ট্রোলকে পাত্তা দিতে একেবারেই চান না তিনি। চান না তাঁকে নিয়ে এ হেন চর্চাও হোক। নিজের কাজেই মন দিতে চান তিনি। চান তা নিয়েই চলুক আলোচনা।