আবারও চর্চায় উর্বশী রউটেলা। আবারও প্রসঙ্গ ঋষভ পন্থ। না, তবে এবার প্রকাশ্যে বিবাদ নয়। নয় দুজনের মধ্যে কাদাঁ ছোঁড়াছুঁড়িও। বরং ক্রিকেটারের কাছে কার্যত ক্ষমা চাইলেন ঋষভ। দু’হাত জোড় করে তাঁকে বলতে শোনা গেল, ‘আই অ্যাম সরি’। এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই উর্বশীকে ঋষভের সম্পর্কে কিছু বলতে বলা হয়। ওই প্রশ্নের উত্তরে প্রথমটায় খানিক অস্বস্তিতে পড়লেও পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে তাঁকে বলতে শোনা যায়, “আমি বলতে চাই যে… কী বলব আমি জানি না। আমি অ্যাম সরি”।
বিগত বেশ কিছু মাস ধরেই পন্থ ও উর্বশীর ব্যক্তিগত সম্পর্ক তলানিতে। ঘটনার সূত্রপাত এক সাক্ষাৎকারে। ওই সাক্ষাৎকারে উর্বশী কারও নাম না নিয়েই বলেন, তিনি বেনারসে শুট করছিলেন। সেখান থেকে দিল্লিতে তাঁর এক শো ছিল। সারাদিন শুটিংয়ের পর হঠাৎ তিনি জানতে পারেন ‘মিস্টার আরপি’ এসেছেন। লবিতে নাকি তাঁর জন্য অপেক্ষা করছেন। উর্বশী যোগ করেন, “আমি এত ক্লান্ত ছিলাম আমি ঘুমিয়ে পড়ি। বুঝতেই পারিনি আরপি আমায় ১৬/১৭ বার ফোন করেছে। আমার খুব খারাপ লাগে। একজন আমার জন্য অপেক্ষা করছিল আর আমি এভাবে ঘুমিয়ে পড়লাম। সেই কারণে আমি তাঁকে বলি মুম্বই এলে আমার সঙ্গে দেখা কোরো”। উর্বশীর দাবি, মুম্বই এসে সেই আরপির সঙ্গে তিনি দেখাও করেন। কোনও কারণে তা মিডিয়ায় নজরে চলে আসার পরেই শুরু হয় সমস্যা।
প্রসঙ্গত, এর আগে উর্বশী আর পন্থকেই একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বইয়েই। তা নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলাও। ওই রহস্যময় আরপি’র পুরো নাম উর্বশী বলতে না চাইলেও নেটিজেনদের দুইয়ে দুইয়ে চার করতে দেরি হয়নি। নেটিজেনরা যখন হিসেবে মিলিয়েই ফেলেছেন তখন হঠাৎই ঋষভও একটি পোস্ট করেন। তিনি লেখেন, “ভাবতে অবাক লাগে কিছু মানুষ জনপ্রিয়তার জন্য কত নিচে নামতে পারে। খারাপ কাগে কিছু মানুষ নিজের খ্যাতির জন্য কত ঘৃণ্য কাজ করতে পারে। আমার পিছন ছাড়ো বোন। মিথ্যেরও একটা সীমা হয়”। যদিও এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে দেন ঋষভ। তবে ঘটনার কিন্তু এখানেই শেষ নয়। ঋষভ পোস্ট মুছে দিলেও উর্বশী আরও একটি পোস্ট করেন।
না থেমে থেকে তিনি লেখেন “ছোটু ভাইয়ার ব্যাট বল নিয়ে খেলা করা উচিত। আমি কোনও মুন্নি নই যে বাচ্চা ছেলেপিলেকে নিয়ে বদনাম হব। রক্ষাবন্ধনের শুভেচ্ছা ভাইয়া। একজন মেয়ে চুপ আছে বলে সেই সুযোগটা নিও না”। সমালোচকদের মতে এই ঘটনা নিয়ে জলঘোলা করতে চান না বলেই ক্ষমা চেয়ে নিলেন নায়িকা। পন্থ কী বলেন এখন সেটাই দেখার। তবে শুধু পন্থ নন কিছুদিন আগে পাকিস্তানের পেসআর নাশিম শাহকে নিয়েই নাম জড়ায় উর্বশীর। যদিও নাশিম জানান তিনি উর্বশীকে চেনেনই না। যদি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে, উর্বশীকে তিনি অনুসরণ করেন। সব মিলিয়ে গোলমেলে পরিস্থিতি, পন্থ কী বলেন, এখন সেটাই দেখার।