‘মিশন ইম্পসিবল’ এবং ‘টপ গান’ স্টার টম ক্রুজ় যাই করেন, সবটাই স্টাইলে। দুনিয়ায় তাঁর অনুরাগী সংখ্যা নিছক কম নয়। তাঁর ফ্যানরা সর্বত্র। সেই তালিকায় মরিয়া মহিলা ফ্যানই অতিরিক্ত বেশি। হলিউডি টম ক্রুজ়ের বর্তমান বয়স ৬০। আর এই বয়সে এসে তিনি অনুরাগীদের ধন্যবাদ জানালেন এক অনন্য উপায়ে। ২০২২ সালের মে মাসে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘টপ গান: মাভেরিক’। দুর্দান্ত পারফর্ম করেছিল সেই ছবি। ১.৫ বিলিয়ান মার্কিন ডলার ছিল সেই ছবি আয়। ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’-এর সমতুল্য সাফল্য পেয়েছিল সেই ছবিটি। ছবির সার্বিক সাফল্যের জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাতে দক্ষিণ আফ্রিকায় চলে গিয়েছিলেন টম ক্রুজ়। এবং সেখান গিয়েই ঘটিয়েছেন এক অনন্য ঘটনা।
অনুরাগীদের ধন্যবাদ জানাতে আকাশে উড়ন্ত বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন টম। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় তিনি গিয়েছিলেন তাঁর ছবি ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং’-এর শুটিং করতে। সেখানেই তাঁকে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা যায়। ভিডিয়োটি এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল।
উড়ন্ত বিমান থেকে ঝাঁপ দেওয়ার আগে তৈরি করা একটি ভিডিয়োতে টমকে বলতে শোনা যায়, “আমি চাই না এই বছরটি আপনাদের ধন্যবাদ না জানিয়ে শেষ করতে। আপনারা প্রত্যেকে সিনেমা হলে এসে আমার ছবি দেখেছেন। ‘টপ গান: মাভেরিক’-কে সাপোর্ট করেছেন সকলে। আপনাদের আনন্দ দিতে পেরে আমরাও দারুণ খুশি হয়েছি। এটা আমাদের সৌভাগ্য বলে মনে করি। আমাকেও কাজে ফিরতে হবে এই সময়। কিন্তু এখন এই শটটা আমাদের চাই-ই চাই। ফের দেখাবে হবে আপনাদের সঙ্গে সিনেমা হলে।”