বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) গোয়ায় অনুষ্ঠিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। ছবি নিয়ে নানা মুনির নানা মত পাওয়া যায়। যেমন, ছবি মুক্তি পাওয়ার পর ছবি নিয়ে নানা কথা হয়, উৎসবে দেখানোর পরও আবার তার পুনরাবৃতি হয়। বিবেকের ছবি স্ক্রিনিংয়ের সময় ব্যাপক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিল। উৎসবের সমাপনী অনুষ্ঠানে উৎসবের জুরি প্রধান নাদভ ল্যাপিড (Nadav Lapid) মঞ্চে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সমালোচনা করেছিলেন। দর্শকদের উদ্দেশ্যে তাঁর দেওয়া ভাষণে ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদভ বলেন, “আমরা সবাই, ১৫তম চলচ্চিত্র কাশ্মীর ফাইলস ছবি দেখে বিরক্ত এবং হতবাক হয়েছিলাম। এটা আমাদের কাছে উত্তেজক, অশ্লীল সিনেমার মতো মনে হয়েছে, এটি কোনও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের একটি শৈল্পিক প্রতিযোগিতামূলক অংশের জন্য অনুপযুক্ত”। এখানেই থাকেননি তিনি, তাঁর সমাপনী নোটে আরও যোগ করেন, “আমি এখানে মঞ্চে আপনাদের সঙ্গে এই অনুভূতিগুলো প্রকাশ্যে ভাগ করে নিতে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করি। যেহেতু উৎসব পালনের চেতনা হল একটি সমালোচনামূলক আলোচনাকেও গ্রহণ করা যা শিল্প ও জীবনের জন্য অপরিহার্য।”
এই বছর মার্চের শুরুতে বিবেকের সিনেমা মুক্তি পেয়েছিল সিনেমা হলে। আর বক্স-অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী প্রমুখ অভিনীত ছবিটি ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা আর বিতারিত করার কাহিনির উপর নির্ভর করে তৈরি হয়েছে। সিনেমাটি ভারতে দর্শক এবং সমালোচক-উভয়ের থেকেই ভাল প্রতিক্রিয়া পায়। তবে কয়েকটি দেশে অবশ্য নিষিদ্ধ করা হয়েছিল, কারণ অনেকে এটিকে প্রচারমূলক ছবি হিসেবেই দেখে ছিল।
ইসরায়েলের কনসাল জেনারেল কোব্বি শোশানি পরে তাঁর সোশ্যাল মিডিয়াতে অবশ্য অন্য মত প্রকাশ করেন। তিনি ছবিটি সম্পর্কে টুইটে লেখেন, “আমি কাশ্মীর ফাইলস দেখেছি এবং অভিনেতাদের সঙ্গে দেখাও করেছি। নাদভ ল্যাপিডের চেয়ে আমার আলাদা মতামত আছে। তাঁর বক্তব্যের পর আমি নাদভকে আমার মতামত জানালাম। @বিবেকাগ্নিহোত্রী”।