Sonam Kapoor: রোস্ট সহ্য না করতে পেরে ইউটিউবারকে আইনি নোটিস ধরালেন সোনম?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 15, 2023 | 12:22 PM

Sonam Kapoor: এই  ভিডিয়ো চোখে পড়া মাত্রই তাঁর টিমের পক্ষ থেকে আইনি নোটিস ধরানো হল ইউটিউবারকে। যা হাতে পেতে রীতিমতো অবাক ইউটিউবার। কারণ রাগিনী খুব একটা জনপ্রিয় নন এখনও পর্যন্ত, তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাতই কম। তাঁর ভিডিয়ো মাঝেমধ্যে ১০ হাজার খানিক ভিউ পেয়ে থাকে। কিন্তু সোনামের এই ভিডিয়ো বর্তমানে ৯৫ হাজারে এসে ঠিক আছে।

Sonam Kapoor: রোস্ট সহ্য না করতে পেরে ইউটিউবারকে আইনি নোটিস ধরালেন সোনম?

Follow Us

সোনম কাপুর, বলিউডের পর্দা থেকে এখন বেশ কিছুটা দূরে। নিজেকে ফ্যাশন আইকন বলা এই অভিনেত্রী প্রতিটা পদে পদে বর্তমানে ট্রোলের শিকার। কখনও কটাক্ষ শুনতে হচ্ছে তাঁর মন্তব্য নিয়ে, কখনও আবার ভাইরাল হচ্ছে তাঁর অতীতের এক-একটি ভিডিয়ো আর বর্তমানে ট্রেন্ডই হল রোস্টিং, সেলেবদের একটি বেফাঁস মন্তব্য মানে সোশ্যাল মিডিয়ায় রোস্টিং। কাটা ছেড়া করে যাকে বলে সেলেবদের মন্তব্যের পোস্টমর্টেম করে ছাড়ছেন বিভিন্ন ইউটিউবাররা। আর তাতে ভিউ হচ্ছে বেশ ভাল। সম্প্রতি এমনই পথে হাঁটলেন এক ইউটিউবার রাগিনী। সোনম কাপুরকে নিয়ে একটি রোস্ট ভিডিয়ো বানিয়েছিলেন তিনি। যদিও তাতে এমন কোনও মন্তব্য থাকল না যার জেরে মানহানি হতে পারে সোনমের। কিন্তু তা মেনে নিতে মোটেও রাজি ছিলেন না অভিনেত্রী।

এই  ভিডিয়ো চোখে পড়া মাত্রই তাঁর টিমের পক্ষ থেকে আইনি নোটিস ধরানো হল ইউটিউবারকে। যা হাতে পেতে রীতিমতো অবাক ইউটিউবার। কারণ রাগিনী খুব একটা জনপ্রিয় নন এখনও পর্যন্ত, তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাতই কম। তাঁর ভিডিয়ো মাঝেমধ্যে ১০ হাজার খানিক ভিউ পেয়ে থাকে। কিন্তু সোনামের এই ভিডিয়ো বর্তমানে ৯৫ হাজারে এসে ঠিক আছে। তাও তুলনামূলকভাবে অনেক কম। তবে দুদিন আগে এই ভিডিয়ো মাত্র ১০-১২ হাজার ভিউ অর্জন করেছিল। তার মধ্যে সোনম কাপুর তাঁকে আইনি নোটিস ধরাতে রীতিমতো অবাক হলেন রাগিনী।

দুঃখ প্রকাশ করে ইউটিউব আর জানান, সোনাম কাপুরের সামনে তিনি খুব ক্ষুদ্র ব্যক্তি। তাঁর সঙ্গে লড়ার ক্ষমতা তাঁর নেই। আর ঠিক কেন সোনম কাপুর তাঁকে এই নোটিস পাঠিয়েছেন তিনি সেটাও বুঝতে পারছেন না। যদিও রাগিনী এই পরিস্থিতিতে নেট দুনিয়া তাঁর সঙ্গ দিল। একযোগে অধিকাংশ নেটিজেন জানিয়ে দিল রাগিনী যেন এই ভিডিয়োটি মুছে না দেন। কারণ এই ভিডিয়োতে এমন কিছু নেই যা সোনম কাপুরের অসম্মান হয়। ”তিনি যা বলেছেন তা প্রমাণ সহকারে সকলে সামনে তুলে ধরেছেন রাগিনী, সেখানে কোথাও মিথ্যে নেই সেখানে কোথাও ভুল তথ্য নেই তবে কেন তিনি এই বিষয়টাকে গুরুত্ব দেবেন?” যদিও রাগী নিয়ে পরবর্তীতে ঠিক কি করতে চলেছেন তা এখন অবধি স্পষ্ট নয়, তবে এই নোটিস পাঠানোর পর সোনম কাপুর আবারও চর্চার কেন্দ্রে।

Next Article