‘সচ কহুঁ তো’-এই নামেই নিজের জীবনকাহিনি লিখেছেন নীনা গুপ্তা (Neena Gupta)। গত বছর জয়পুর সাহিত্য উৎসবে নিজের আত্মজীবনী ‘সচ কহুঁ তো’-র উদ্বোধনে এসে নিজের জীবন নিয়ে নানা কথা ভাগ করে নিলেন ‘বাধাই হো’ ছবির প্রিয়ম্বদা। এই ছবিতেও তিনি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। ছেলের বিয়ের বয়সে তিনি সন্তানের জন্ম দেন। নীনা গুপ্তা মানেই সোজা সাপ্টা কথা। যেমন বলিষ্ঠ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে বহুবার, তেমনই বাস্তব জীবনে সাহসী পদক্ষেপ নিতে। তবে বাস্তবে কতটা সাহসী, সেই নিয়ে কথা বলতে গিয়ে সেই সময় জানিয়েছেন, তিনি খুব সাহসী নন। সততা থেকে একটা শক্তি পাওয়া যায় বলেই তাঁর ধারণা। সেই শক্তি থেকেই তিনি নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
গত বছর প্রকাশিত হওয়া নীনা গুপ্তার আত্মজীবনী হট কেকের মতো বিক্রি হয়েছে। তাঁর বইয়ের সাফল্য বলিউডের পরিচালকদের নজর থেকেও দূরে নেই। অনেক পরিচালকই চাইছেন নীনা জীবনী নিয়ে ছবি করতে। তাঁরা যোগাযোগও করেছেন। জানিয়েছেন নীনা। তিনি কয়েকজনের সঙ্গে কথাও বলেছে। তবে তিনি এখনও কোনও সিদ্ধান্তে আসেননি। পুরোটাই প্রাথমিক স্তরে রয়েছে বলেই জানিয়েছেন নীনা। এই মুহূর্তে তিনি ব্যস্ত তাঁর নিজের ওটিটি ছবি ‘পঞ্চায়েত ২’-র প্রচার নিয়ে। ২০ মে মুক্তি পাবে এই সিরিজ। জিতেন্দ্র কুমার আর রধুবীর যাদব রয়েছেন এই ছবিতে তাঁর সঙ্গে। এছাড়াও তিনি বিকাশ ভাল পরিচালিত ‘গুডবাই’ ছবিতে অভিনয় করছেন। যেখানে তিনি অমিতাভ বচ্চন এবং রশ্মিকা মনদানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
এর মাঝেই চলছে নিজের আত্মজীবনীর উপর তৈরি হতে চাওয়া ছবি নিয়ে কথাবার্তা। যদি ছবি হয়, তবে কে করবেন তাঁর চরিত্রে অভিনয়? না, এখনও কারও নাম তাঁর মাথায় আসেনি। তবে বারবার তাঁর কাছে প্রশ্ন আসে, মাসাবাকে নিজের জীবনের অঙ্গ করার বিষয়ে। এই প্রসঙ্গে নীনার মত, বিয়ে না করে মেয়ে মাসাবাকে পৃথিবীতে নিয়ে আসাকে তিনি সাহসীর তকমা দিতে চান না। তিনি বলেছেন, “আমি একজন মেয়ে, যে প্রেমে পড়েছিলাম, অন্তঃসত্ত্বা হয়েছিলাম, নিজের সন্তানকে কাছে রাখতে চেয়েছিলাম। এটা খুব সহজ ছিল না। অনেক কাছের মানুষ নিরুৎসাহ করেছিলেন আমায় সেই সময় এটা বলে যে এমন করলে পরে কঠিন পরিস্থিতি হবে। কিন্তু অল্প বয়সে কে-ই বা অন্যের কথা শোনে?”তিনি কি আজও কারও কথা শোনেন? নিজের নিয়মেই সারা জীবন কাটিয়ে এলেন।