আলিয়া ভাট মা হতে চলেছেন। সোনম কাপুরও সন্তানের জন্ম দেবেন আর কিছুদিনের মধ্যেই। এরই মধ্যে জোরাল হয়ে উঠেছে ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও। নেপথ্যে উঠে আসছে প্রধান দুই কারণও। কেন তাঁকে ঘিরে চলছে নানা জল্পনা?
প্রথমত, সোশ্যাল মিডিয়া থেকে কার্যত উধাও হয়েছেন ক্যাটরিনা। প্রায় দুই সপ্তাহ আগে পোস্ট করেছেন তিনি। তাও নিজের ছবি নয়। আসন্ন ছবি ‘ফোন ভূত’এর প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। নিজের ছবি দিয়েছেন এক মাসেরও বেশি আগে। করণ জোহরের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানকার ‘লুক’ শেয়ার করেছিলেন প্রায় ছয় সপ্তাহ আগে। ক্যাটরিনা যে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ খবর কারও অজানা নয়। সেখানে দাঁড়িয়ে তাঁর এই নীরবতা তুলে দিচ্ছে নানা প্রশ্ন।
এখানেই শেষ নয়, প্রায় এক মাস ধরে ক্যাটরিনাকে জনসমক্ষে কার্যত দেখা যায়নি বললেই চলে। পাপারাজ্জি হত্যে দিয়ে বসে থাকলেও ছুঁতে পারেননি অভিনেত্রী। তাঁর এই গোপনীয়তাই কি তবে মা হওয়ার কারণ? সেই প্রশ্ন উঠছে নানা মহলে। কিছু মাস আগেও উঠেছিল ক্যাটরিনাফ্র মা হওয়ার গুঞ্জন। বিমানবন্দরে ঢিলেঢোলা পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যদিও সে সময় ভিকি কৌশলের টিম ক্যাটের মা হওয়ার গুঞ্জনকে উড়িয়ে দেয়। তবে বিগত এক মাস ধরে সেই গুঞ্জনই আবার ফিরে এসেছে। ক্যাটরিনা যদিও মুখে কুলুপ এঁটেছেন। চুপ রয়েছেন ভিকি কৌশলও।
প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভিক্যাট। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।
তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। বিয়ের পর ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন নিয়েও চলছে জোর চর্চা। ক্যাট-ভিকি কবে সুখবর শোনান এখন সেদিকেই তাকিয়ে তাঁদের অনুরাগী মহল।