Prabhas-Aadipurush: প্রভাস, কৃতি, সইফের ছবি ‘আদিপুরুষ’-এর মুক্তির তারিখ বদল!

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Oct 24, 2022 | 3:58 PM

Prabhas-Aadipurush: কথা ছিল ১২ জানুয়ারি ২০২৩ সালে মুক্তি পাবে ‘আদিপুরুষ’। কিন্তু এখন শোনা যাচ্ছে ওম রাউত পরিচালিত ছবি রিলিজ পিছিয়ে যেতে পারে। কেন এমন খবর?

Prabhas-Aadipurush: প্রভাস, কৃতি, সইফের ছবি ‘আদিপুরুষ’-এর মুক্তির তারিখ বদল!
পিছিয়ে যেতে পারে আদিপুরুষ-এর রিলিজ

Follow Us

পিছিয়ে যেতে পারে প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Sanon), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি ‘আদিপুরুষ’-এর রিলিজ। কথা ছিল ১২ জানুয়ারি ২০২৩ সালে মুক্তি পাবে ‘আদিপুরুষ’। কিন্তু এখন শোনা যাচ্ছে ওম রাউত পরিচালিত ছবি রিলিজ পিছিয়ে যেতে পারে। কেন এমন খবর? আসলে ছবির টিজার মুক্তির পর থেকেই উঠেছে সমালোচনার ঝড়। বিশেষ করে ভিএফএক্স আর সিজিআই খুব খারাপ হওয়া নিয়েই এই সমালোচনা। শোনা গিয়েছে স্বয়ং প্রভাসও নাকি টিজার দেখে খুশি নন। এই জন্যই পিছিয়ে যেতে পারে ছবির মুক্তি। ছবিতে প্রভাস রাম, কৃতি সীতা এবং সইফ রাবণের ভূমিকায় অভিনয় করছেন।

তবে শুধু এই কারেণই নয়, খবর রয়েছে পৌষ সংক্রান্তির সময় দক্ষিণের আরও তিনটি বড় বাজেটের ছবি যার মধ্যে রয়েছে ভিরা সিমহা রেড্ডি, ওয়াল্টেয়ার ভিরাইয়া এবং ভারিসু, ওই সময়ই মুক্তি পাবে। একদিকে ছবির ভিএফএক্স আর সিজিআই সমালোচনা, অন্যদিকে আরও তিনটি ছবির সঙ্গে একই উইকেন্ডে মুখোমুখি সংঘর্ষে যেতে চাইছেন না ওম। এতে এড় বড় বাজেটের ছবির লগ্নি করা অর্থ ওঠায় সমস্যা হতে পারে।

ভিরা সিমহা রেড্ডি আর ওয়াল্টেয়ার ভিরাইয়া-দুটোই বড় বাজেটের তামিল ছবি। তাঁরা দক্ষিণের বাজার দখলে কোনও ফাঁক রাখবে না। এমনিতেই টিজার মুক্তি থেকে শুরু হয়েছে নেতিবাচক সমালোচনা, তার উপর এই দুটো ছবি এবং ভারিসুর সঙ্গে ময়দানে নামলে বক্স অফিসে প্রভাব পড়তে পারে বলেই নির্মাতারা মনে করছেন। যার ফলে ছবি রিলিজ পিছনোকেই শ্রেয় মনে করছেন তাঁরা। সম্ভবত এর মধ্যে তাঁরা ছবির ভিএফএক্স-ও কিছু পরিবর্তন করার সুযোগ পেয়ে যাবেন।

এর আগে এই বছর অগস্ট মাসেই শোনা গিয়েছিল স্বাধীনতা দিবসের সময় রিলিজ করতে পারে ‘আদিপুরুষ’। কিন্তু আমির খানের ছবি লাল সিং চাড্ডার সঙ্গে সংঘর্ষে যেতে চায়নি বলেই তখন পিছিয়ে ২০২৩ সালের ১২ জানুয়ারি ছবি রিলিজের তারিখ ঠিক করা হয়। রাম জন্মভূমি বলে দাবি করা হয় অযোধ্যাকে। সেখান থেকেই ছবির টিজার মুক্তি করে প্রচার শুরু করেন নির্মাতারা। তবে টিজার দেখেই নেটিজ়েনরা নেতিবাচক সমালোচনা শুরু করেন। বারণ রূপে সইফকে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। যদি সত্যিই ছবি মুক্তি পিছিয়ে যায়, তাহলে সেই তারিখ কবে হয়, এখন সেটাই দেখার।

Next Article