একে তো করনোর বেড়ে চলা প্রকোপ তার উপর বছরের প্রথম ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে গোটা দেশ। শোনা যাচ্ছে, সোমবার সন্ধে থেকে রাতের মধ্যেই গুজরাটের পোরবন্দর ও মহুভার মধ্যে আছড়ে পড়বে তেজি তাউটে (Tauktae)। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মৃত্যু হয়েছে ৮ জনের। বন্ধ মুম্বই বিমানবন্দর। বাণিজ্যিক রাজধানীতে ৭০-৭৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে। তাউটে আছড়ে পড়ার আগে শনিবার ও রবিবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন টেলিভিশন শোয়ের শুটিংয়ে আহত নিক জোনাস
মুম্বইতে ঘূর্ণিঝড় তাউটের প্রভাব পড়তে শুরু হয়ে গিয়েছে। এবং সে কারণে বলিউড স্টার অমিতাভ বচ্চন মুম্বইবাসীদের নিরাপদ ও সুরক্ষিত থাকার জন্য অনুরোধ করলেন। তার টুইটার হ্যান্ডেলে বিগ বি লেখেন, “#সাইক্লোন তাউটের প্রভাব শুরু হয়ে গিয়েছে… মুম্বাইতে বৃষ্টি হচ্ছে… দয়া করে নিরাপদে থাকুন এবং সুরক্ষিত থাকুন… প্রার্থনা রইল।’
#CycloneTauktae | Heavy rain and winds partially hit Mumbai’s Bandra Kurla Complex (BKC) #COVID care centre. pic.twitter.com/Rsdnuj2uJg
— ANI (@ANI) May 17, 2021
রোববার বিগ বি তাঁর ব্লগে ঘূর্ণিঝড়ের কথাও উল্লেখ করেছিলেন। বিগ বি লেখেন, ‘ঈশ্বর রাগান্বিত …কোভিড অব্যাহত আছে কিন্তু প্রচেষ্টাও শুরু হয়েছে এবং কিছু জায়গায় গ্রাফে কিছুটা স্থিতিশীল পরিস্থিতি দেখাতে শুরু করেছে, যদিও সম্পূর্ণভাবে মুক্তি মেলেনি। আরব সাগরে ঘূর্ণিঝড় তাউটের ভারতের পশ্চিম উপকূল বরাবর তীব্রতর হতে শুরু হয়েছে….দক্ষিণের দিক থেকে উপরের দিকে আসছে… আমার লেখার সঙ্গ সঙ্গে মুম্বইতে বৃষ্টির প্রভাব শুরু হয়ে গিয়েছে…’
T 3905 – The effects of the #CycloneTauktae have begun .. rains in Mumbai .. please be safe and protected .. prayers as ever ?
— Amitabh Bachchan (@SrBachchan) May 15, 2021
বিগ বি আরও যোগ করেন, ‘জুহু ভিলে পারলে উন্নয়ন প্রকল্পটি নিম্নাঞ্চলে অবস্থিত এবং বন্যা হওয়ার সম্ভবনা বেশি… ‘ তাউটে’ শব্দটি …ঘূর্ণিঝড়ের নাম এবং সমস্ত দেশ এই নামকে গ্রহণ করেছে এবং প্রস্তাব দিয়েছে এবং এই নামটি মায়ানমার দিয়েছে, পূর্ববর্তী বর্মা, এটি আসলে এক ‘টিকটিকির’ নাম।