তাঁর বাণী যেন সত্যিই খনার বচন। তিনি যা যা বলেছেন তা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। পৃথিবীর ভবিষ্যত্ কী হতে চলেছে তা বহু দশক আগেই বলে গিয়েছেন বাবা ভাঙ্গা। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানি হবে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বাদে অন্য দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বাধবে। টেলিপ্যাথিতে বড় আবিষ্কার, যা বিনা বাক্যব্যয়ে মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে যোগাযোগ করাবে, এমন কিছু হতে পারে। সদ্য ঘটে যাওয়া লস এঞ্জেলসের যে ভয়াবহ অগ্নিকাণ্ড তারও ইঙ্গিত দিয়েছিলেন বাবা ভাঙা। শোনা যাচ্ছে এমনটাই। ইতিহাসে কখনও এত বড় ফরেস্ট ফায়ার দেখেনি ক্যালিফোর্নিয়া। আমেরিকার পশ্চিম প্রান্তে সব প্রদেশ থেকে ফায়ার ফাইটাররা আগুন নেভাতে লস অ্যাঞ্জেলসে চলে গেছেন। এমন ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, দাবানলের কথাও কি আগে থেকেই বলেছিলেন বাবাভাঙ্গা?
তবে আলাদা করে লস এঞ্জেলসের এমন অগ্নিকাণ্ড প্রসঙ্গে আলাদা করে কিছু বলেননি তিনি। তবে প্রাকৃতিক কোনও বিপর্যয় যে হতে পারে সে কথা আগেই বলেছিলেন বাবা ভাঙ্গা। তবে কিছু একটা ঘটতে পারে সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। তবে সঠিক ভাবে কী ঘটবে তেমনটা বলেননি বাবা ভাঙ্গা। কিন্তু তাঁর বাণীতে সেই সংকেত ছিল। উল্লেখ্য, একইভাবে নসট্রাদামুসও বলে গিয়েছেন, ইউরোপের ভবিষ্যত অন্ধকার। ভয়ঙ্কর যুদ্ধ থেকে প্রাচীন কালের মতো আবার প্লেগ ছড়িয়ে পড়বে, যার জেরে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হবে।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ারও ইঙ্গিত দিয়ে গিয়েছেন নসট্রাদামুস। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, দুই দেশই যুদ্ধ করে ক্লান্ত হয়ে গিয়ে হার মানবে। তবে এই শান্তি ক্ষণস্থায়ী হবে। একইসঙ্গে ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা, ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন।