হোমমেকারদের কাজের পরিবেশ ঠিক আছে তো! প্রশ্ন তুললেন দেবলীনা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 25, 2024 | 1:59 PM

Debleena Dutta: বহু বছর ধরে একটা প্রবাদ বাক্য চলে আসছে। তা হল 'চ্যারিটি বিগিনস্ অ্য়াট হোম'। তেমনই ন্যায় বিচারও নিজের বাড়ি থেকেই শুরু করতে হবে। ৯ অগস্টের পর থেকে এক অন্য শহরকে দেখছে সবাই। আরজি করের নৃশংস ঘটনার পর সরব গোটা শহর। সেই প্রতিবাদের আগুন এখনও জ্বলছে। তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ জারি থাকবে।

হোমমেকারদের কাজের পরিবেশ ঠিক আছে তো! প্রশ্ন তুললেন দেবলীনা

Follow Us

বহু বছর ধরে একটা প্রবাদ বাক্য চলে আসছে। তা হল ‘চ্যারিটি বিগিনস্ অ্য়াট হোম’। তেমনই ন্যায় বিচারও নিজের বাড়ি থেকেই শুরু করতে হবে। ৯ অগস্টের পর থেকে এক অন্য শহরকে দেখছে সবাই। আরজি করের নৃশংস ঘটনার পর সরব গোটা শহর। সেই প্রতিবাদের আগুন এখনও জ্বলছে। তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ জারি থাকবে। এরই মাঝে অন্য এক বার্তা দিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ভিডিয়ো বার্তায় জানালেন প্রথম ন্যায় বিচার নিজের বাড়ি থেকেই শুরু হওয়া দরকার। প্রতিদিন খবরের পাতায় কোনও না কোনও গৃহ অশান্তির কথা উঠে আসে। বিভিন্ন সময় বাড়ির মেয়ে,বউদের অত্যাচারের কথা উঠে আসে খবরের পাতায়। যে বিষয় নিয়ে বিভিন্ন সময়ে অনেকেই সরব হয়েছেন। এই উত্তপ্ত পরিবেশে সেই কথাই আরও এক বার মনে করিয়ে দিলেন দেবলীনা।

 

অভিনেত্রী বললেন, “জাস্টিস বিগিনস্ এ্যাট হোম। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এই মুহূর্তে তিলোত্তমার ঘটনার পর থেকে কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে ভাবিত। তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে প্রতিটা হোমমেকারদের কর্মক্ষেত্র কিন্তু আমাদের বাড়ি। তাই বাড়িতে কোনও অন্যায় ঘটলে তা প্রতিবাদ জানানোর দায়িত্ব আমাদেরই। সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সঙ্গে ন্যায় দেওয়ার দায়িত্বও আমার।” যত দিন না তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছে তত দিন আমাদের ভুললে চলবে না যে আমরা ন্যায় বিচার চাই। এক মাসের বেশি সময় পার এখনও বিচার পাওয়া বাকি। তিলোত্তমার ঘটনার পর উঠে এসেছে আরও এমন বেশ কিছু ঘটনা যা প্রত্যেকটি মানুষকে ভাবাতে বাধ্য করছে।

Next Article