পরিচালনায় এবার হাতেখড়ি হল গৌতম ঘোষ পুত্র ঈশান ঘোষের। প্রযোজনায় খোদ গৌতম ঘোষ। ছবির নাম ঝিল্লি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখান হয় চলতি বছরে। তখন থেকেই ঝিল্লি ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সকলের থেকে প্রশংসা পেয়েছিলেন ঈশান ঘোষ। তখনই স্থির করেছিলেন গৌতম ঘোষ এই ছবিকে তিনি বড় পর্দায় মুক্তি করাবেন। ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৯৩ মিনিটের বাংলা ছবি ‘ঝিল্লি’ নিয়ে উপস্থিত হয়েছিলেন ঈশান, যদিও এটাই তাঁর প্রথম কাজ নয়। অতীতে বাবার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন তিনি। তবে পরিচালনা এই প্রথম। ফলে তিনি এবার তাঁর প্রথম ফিচার ফিল্ম নিয়ে আসছেন দর্শক দরবারে।
ঈশান আদতে সিনেমাটোগ্রাফার । বাবার বহু ছবির সিনেমাটোগ্রাফি তিনি করেছেন । মিউজিক নিয়েও কাজ করেছেন তিনি। এই ছবিতে অভিনয় করেছেন বিতান বিশ্বাস, শম্ভুনাথ দে, সৌরভ নায়েক, সায়নদীপ গুহ প্রমুখ। ফলে এবার সেই আসতে চলেছে বড়পর্দায়। গৌতম ঘোষের কথায়, ”আমার ছেলে বানিয়েছে বলেই যে আমার ছবিটা ভাল লেগেছে এমনটা নয়, বরং ছবিটি ভাল লাগার অন্যতম কারণ হল ঈশান ছবির একটি নতুন ভাষা খোঁজার চেষ্টা করেছেন। ঈশানের ছবির দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ ভিন্ন। বর্তমানের ধারা থেকে অনেকটা আলাদা।”
এই ছবির চিত্রনাট্যও লিখেছেন ঈশান। তাঁর কথায়, ”কত ছবি, শর্টফিল্ম আমরা তৈরি করে থাকি রক্ত, ঘাম, চোখের জল এক করে। আমি জীবনে সৎভাবে কিছু করতে চাই, আমি ছবি বানাতে পছন্দ করে এমন একটা পথ বেছেনিয়ে , যেখান থেকে আমার নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি।” তাই এবার খুব বেশি দিনের অপেক্ষা নয়। মাত্র তিন দিন পরই এই ছবি মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। ১১ নভেম্বর আসতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই তা চলচ্চিত্র উৎসবে দেখানো হওয়ার ফলে তা বেশকিছু মানুষের দেখা হয়ে গিয়েছে। যাঁরা দেখেননি, তাঁদের কাছেই এবার ছবিকে পৌঁছে দিচ্ছে ভেঙ্কাটেশ ফিল্ম।
পরিচালনায় এবার হাতেখড়ি হল গৌতম ঘোষ পুত্র ঈশান ঘোষের। প্রযোজনায় খোদ গৌতম ঘোষ। ছবির নাম ঝিল্লি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখান হয় চলতি বছরে। তখন থেকেই ঝিল্লি ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সকলের থেকে প্রশংসা পেয়েছিলেন ঈশান ঘোষ। তখনই স্থির করেছিলেন গৌতম ঘোষ এই ছবিকে তিনি বড় পর্দায় মুক্তি করাবেন। ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৯৩ মিনিটের বাংলা ছবি ‘ঝিল্লি’ নিয়ে উপস্থিত হয়েছিলেন ঈশান, যদিও এটাই তাঁর প্রথম কাজ নয়। অতীতে বাবার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন তিনি। তবে পরিচালনা এই প্রথম। ফলে তিনি এবার তাঁর প্রথম ফিচার ফিল্ম নিয়ে আসছেন দর্শক দরবারে।
ঈশান আদতে সিনেমাটোগ্রাফার । বাবার বহু ছবির সিনেমাটোগ্রাফি তিনি করেছেন । মিউজিক নিয়েও কাজ করেছেন তিনি। এই ছবিতে অভিনয় করেছেন বিতান বিশ্বাস, শম্ভুনাথ দে, সৌরভ নায়েক, সায়নদীপ গুহ প্রমুখ। ফলে এবার সেই আসতে চলেছে বড়পর্দায়। গৌতম ঘোষের কথায়, ”আমার ছেলে বানিয়েছে বলেই যে আমার ছবিটা ভাল লেগেছে এমনটা নয়, বরং ছবিটি ভাল লাগার অন্যতম কারণ হল ঈশান ছবির একটি নতুন ভাষা খোঁজার চেষ্টা করেছেন। ঈশানের ছবির দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ ভিন্ন। বর্তমানের ধারা থেকে অনেকটা আলাদা।”
এই ছবির চিত্রনাট্যও লিখেছেন ঈশান। তাঁর কথায়, ”কত ছবি, শর্টফিল্ম আমরা তৈরি করে থাকি রক্ত, ঘাম, চোখের জল এক করে। আমি জীবনে সৎভাবে কিছু করতে চাই, আমি ছবি বানাতে পছন্দ করে এমন একটা পথ বেছেনিয়ে , যেখান থেকে আমার নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি।” তাই এবার খুব বেশি দিনের অপেক্ষা নয়। মাত্র তিন দিন পরই এই ছবি মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। ১১ নভেম্বর আসতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই তা চলচ্চিত্র উৎসবে দেখানো হওয়ার ফলে তা বেশকিছু মানুষের দেখা হয়ে গিয়েছে। যাঁরা দেখেননি, তাঁদের কাছেই এবার ছবিকে পৌঁছে দিচ্ছে ভেঙ্কাটেশ ফিল্ম।