AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুত্র সন্তানের জন্ম দিলেন দীপিকা? হাসপাতাল থেকে ভাইরাল ছবি!

Viral Picture: ঝড়ের গতিতে ভাইরাল হল হাসপাতাল থেকে তোলা দীপিকার ছবি। হাসপাতালের বিছানায় শুয়ে দীপিকা পাড়ুকোন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন! সেই সন্তান কোলে নিয়ে পাশে দাঁড়িয়ে এক ভক্ত। ছবি দেখা মাত্রই শুভেচ্ছা জানাচ্ছেন একশ্রেণি।

পুত্র সন্তানের জন্ম দিলেন দীপিকা? হাসপাতাল থেকে ভাইরাল ছবি!
Follow Us:
| Updated on: Aug 02, 2024 | 3:40 PM

দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। চলতি বছরে ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিলেন তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। পরিবারে আসতে চলেছেন নতুন সদস্য। বিয়ের পাঁচ বছরের মাথায় গিয়ে এমনই সিদ্ধান্ত নিতে দেখা যায় জুটিতে। খুশির হাওয়ায় তবে থেকেই ভাসছেন ভক্তরা। আর যেন অপেক্ষা সোইছে না। কথা ছিল সেপ্টেম্বরেই মা হবেন দীপিকা। তবে তারই আগে খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের গতিতে ভাইরাল হল হাসপাতাল থেকে তোলা দীপিকার ছবি। হাসপাতালের বিছানায় শুয়ে দীপিকা পাড়ুকোন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন! সেই সন্তান কোলে নিয়ে পাশে দাঁড়িয়ে এক ভক্ত। ছবি দেখা মাত্রই শুভেচ্ছা জানাচ্ছেন একশ্রেণি। তবে না, বিন্দু মাত্র বিচলিত হওয়ার কোনও কারণ নেই।

দীপিকা পাড়ুকোনের সন্তান এখনও গর্ভেই। অর্থাৎ অগাস্ট নয়, সেপ্টেম্বরে তাঁর সন্তানের জন্মের দিন স্থির করেছেন অভিনেত্রীর চিকিৎসক। তিনি এখন সুস্থই রয়েছে। এটা একটি ফেক অর্থাৎ ভুয়ো ছবি। যা তৈরি করা হয়েছে দীপিকা পাড়ুকোনের ফ্যান পেজ থেকে। অপেক্ষা যেন আর সইছিল না, আর সেই কারণেই ভাইরাল হল এই ছবি। কবে সুখবর দেবেন দম্পতি! তা নিয়ে কৌতুহলের পারদ তুঙ্গে।

প্রসঙ্গত, দীপিতা পাড়ুকোন ও রণবীর কাপুর ফেব্রুয়ারি মাসের শেষেই সুখবর দিয়েছিলেন। কল্কি ছবির শুটের সময়ই গর্ভে আসে সন্তান। তা নিয়েই ছবির প্রচারে হাজির হতে দেখা গিয়েছে দীপিকাকে। পাশাপাশি যোগ গিয়েছিলেন অম্বানিদের বিবাহ আসরেও। সুস্থই আছেন তিনি। বর্তমানে কমিয়েছেন কাজ। বাড়ি থেকে মাঝে মধ্যে নানা পোস্ট করতে দেখা যায় তাঁকে। কখনও ডায়েট, কখনও শরীর চর্চা, মা হওয়ার জার্নি কীভাবে উপভোগ করছেন, তা মাঝে মধ্যেই শেয়ার করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে।