রোম্যান্টিক মুডে রণবীর-দীপিকা, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করলেন তারকা-দম্পতি

রণজিৎ দে |

Mar 25, 2021 | 8:25 PM

রণবীর সিং এবং দীপিকা পাডুকন। দু’জনেই রোম্যান্টিক মুডে। একে অপরকে আদর করছেন। তাঁদের পোশাকের রঙও আদুরে। রোম্যান্টিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দীপিকা।

রোম্যান্টিক মুডে রণবীর-দীপিকা, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করলেন তারকা-দম্পতি
রণবীর-দীপিকা

Follow Us

‘পাওয়ার কাপল’ রণবীর সিং এবং দীপিকা পাডুকন বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এই তারকা দম্পতি তাঁদের অনেক ব্যক্তিগত মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের সঙ্গে শেয়ার করেন। ফ্যানদের কমেন্টে ভেসে যায় কমেন্ট-বক্স। সম্প্রতি তারকা দম্পতি তাঁদের রোম্যান্টিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ‘লাইক’-এর বন্যায় ভেসে গেছে সেই ভিডিয়ো।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা পাডুকোন। দেখা যায়, দু’জনেই রোম্যান্টিক মুডে। একে অপরকে আদর করছেন। তাঁদের পোশাকের রঙও আদুরে। রণবীর পরেছেন নরম গোলাপি রঙের ট্র্যাকস্যুট। আর দীপিকার গায়ে হালকা সবুজের পেলবতা।তিনিও পরেছেন ট্র্যাকস্যুট। ভিডিয়োতে দেখা যাচ্ছে অন্ধকার ঘর থেকে বেরিয়ে আসছেন রণবীর। দরজার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন তিনি। উল্টোদিক থেকে দীপিকা এসে জড়িয়ে ধরেন রণবীরকে। দু’জনের স্পর্শে সোহাগের গুমো আঁচ। এই ভিডিয়ো পোস্ট করে দীপিকা লিখেছেন, “রণবীরকে ছাড়া রিং-আ-রিং-আ রোজ করা উচিৎ?” এই ভিডিয়ো পোস্ট করার পর স্বাভাবিকভাবেই ভেসে যায় কমেন্ট-বক্স।

খুব শীঘ্রই তারকা দম্পতিকে দেখা যাবে কপিল দেবের বায়োপিক নিয়ে তৈরি ছবি ‘83’-তে। কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। ওঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। ছবিটির আগের বছরেই রিলিজ হওয়ার কথা ছিল। অতিমারির কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। রণবীর সিং এই মুহূর্তে রোহিত শেট্টির ‘সার্কাস’- এর শুটিং নিয়ে ব্যস্ত। আর দীপিকা ব্যস্ত ‘পাঠান’-এর শুটিংয়ে। দীপিকা ছাড়াও এই ছবিতে আছেন শাহরুখ খান এবং জন আব্রাহাম।

আরও পড়ুন:‘তুফান’-এর জন্য নিজেকে কীভাবে তৈরি করেছিলেন ফারহান আখতার? শেয়ার করলেন ভিডিয়ো

Next Article