বেশকিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে, বিষয় দীপিকা পাড়ুকোনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন, খবর জানানোর পর থেকেই নানা জনের নানা মত। অম্বানিদের প্রিওয়েডিং অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেরদিন সুখবর জানিয়েছিলেন জুটি। এরপরের দিনই যখন তাঁকে দেখা গেল হিট পরে মঞ্চে উঠে অনুষ্ঠানে যোগ দিতে, তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে, তিনি কি সত্যি অন্তঃসত্ত্বা! নাকি সারোগেসিতে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুটি। সেই জল্পনা কাটতে না কাটতেই কিছুদিনের মধ্যে সামনে আসে দীপিকা পাড়ুকোনের অন্য ছবি। যেখানে দেখা যায়, দীপিকা পাড়ুকোনের বেবিবাম্প চোখে পড়ছে না। তখনও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল জুটিকে। এবার সামনে এল অন্যছবি। ভোট দিতে হাজির হয়েছিলেন দীপিকা, সঙ্গে স্বামী রণবীর সিং।
বেবিবাম্প এদিন ছিল স্পষ্ট। তলপেটে হাত দিয়েই ধীরে ধীরে পথ চলেন দীপিকা। এই ভিডিয়ো ভাইরাল হতেও সমস্যা তৈরি হল নেটপাড়ায়। একাংশের দাবি ‘এই বেবিবাম্প ভুয়ো’। কেউ কেউ বললেন ‘মাত্র চারমাসে এত বড় পেট কী করে হতে পারে?’ কারও প্রশ্ন ‘বেবিবাম্প তো হল, তাহলে শরীরে মেদ নেই কেন।’ শরীর যেমন-তেমনই রয়েছে। শুধু পেটটাই বেড়েছে, ‘তবে কি বেবিবাম্প ভুয়ো?’
একদিকে যখন ট্রোলাররা সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে তুলোধনা করতে ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক তখনই তাঁর ভক্তরা কমেন্ট বক্সে এসে রীতিমত চরাও হলেন। একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিলেন নিন্দুকদের দিকে। মোটা হলেও সমস্যা, রোগা হলেও সমস্যা, বেবিবাম্প দেখা দিলেও সমস্যা, না দেখা দিলেও সমস্যা, এত প্রশ্ন কেন? এই কমেন্ট বক্সেই উপস্থিত হতে দেখা গেল এক নেটিজ়েনকে, যিনি নিজেকে ডাক্তার বলে দাবি করলেন। তিনি এই সব প্রশ্নের উত্তর স্পষ্ট করে দিলেন। লিখলেন, আমি একজন ডাক্তার। কিছু সময় হরমোনের ভারসাম্য নষ্ট হলে মায়েদের ওজন বাড়ে না। এক্ষেত্রে জন্ম দেওয়ার সময় সমস্যা দেখা দিতে পারে। তাই দয়া করে ওর জন্য প্রার্থনা করুন, ট্রোল নয়।