রেখা ও শাহরুখ খান। এই জুটির কথা মনে পড়ে? কোন ছবি? কোন গানের দৃশ্য? রেখা, বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। পর্দায় যাঁর উপস্থিতি মানেই একের পর এক ছবি সুপারহিট। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টেছে তাঁর লুক, পাল্টেছে তাঁর পর্দায় উপস্থিতি। তবে কোথাও গিয়ে যেন রেখা নিজেকে ধরে রাখতে, নিজের লুকে স্পেশাল টাচ দিতে বিন্দুমাত্র পিছুপা হন না। বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। যে কোনও অভিনেতার বিপরীতেই তিনি যেন এক কথায় পারফেক্ট। সাজের তাঁর কোনও খামতি থাকে না। বয়সের সঙ্গে সঙ্গে যে বোল্ড লুক থেকে দৃরে সরে দাঁড়ানোর একটা ধারণা তৈরি হয়, তাতে মোটেও বিশ্বাস রাখতেন না রেখা। কারণ যে কোনও লুকই তিনি খুব সহজে বহন করতে পারতেন।
সেই সেলেবের কাছে যখন শাহরুখ খানের বিপরীতে ডান্সের প্রস্তাব এল, পলকে তিনি স্থির করে ফেলেছিলেন, কোনও বিশেষজ্ঞের সাহায্য তিনি নেবেন না। তিনি বরং নিজেই নিজেকে এই দৃশ্যের জন্য প্রস্তুত করবেন। তাই করেছিলেন, নিজে মেকআপ করে, নিজের শাড়িতে সেটে উঠেছিলেন রেখা। ছবির নাম ওম শান্তি ওম। যেখানে রেখাকে এই ছবির টাইটেল গানে উপস্থিত থাকতে দেখা যায় কিছু মিনিটের জন্যে। সেই দৃশ্যে উপস্থিত হওয়ার জন্য নিজেকে নিজেই সাজিয়ে তুলেছিলেন রেখা। তিনি ফ্যাশন সম্পর্কে ঠিক কতটা পারদর্শী, তার প্রমাণ পাওয়া যায় এই একটা সিদ্ধান্তেই। আর সত্যি তিনি সেই অংশটুকুতে ঝড় তুলেছিলেন। সেই গানে বলিউডের বহু সেলেব অংশ নিয়েছিলেন। তবে দেখা যায়নি আমির খানকে। তবে থেকেই তিন খানের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ সাধারণের মনে প্রশ্ন সৃষ্টি করেছিল।