কথা রাখলেন না রণবীর? পথ চেয়ে বসে থাকা দীপিকার এ কী হাল?
Deepika Padukone: দীপিকা পাড়ুকোন বর্তমানে ছুটিতে রয়েছেন। কর্মবিরতিতে তিনি। তবে রণবীর সিং কাজে ফিরেছেন। বাড়িতে একরত্তিকে রেখে তিনি বাইরে। কী করছেন দীপিকা? এবার সেই খবর এ সামনে।
৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। মেয়ে আর বউকে নিয়ে কিছুদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রণবীর সিং। মেয়ে হওয়ার কয়েক মাস পরেই শুটিং ফ্লোরে ফেরার কথা দীপিকার। এ দিকে শোনা যাচ্ছে, তিনি কোনও ন্যানি রাখতেও নারাজ। তাহলে তিনি যদিও শুটিংয়ে যান তখন কার কাছে থাকবে একরত্তি। প্রাথমিক ভাবে শোনা যায়, রণবীর সিং ও দীপিকা মিলেই সন্তানের যত্ন নেবেন। পরিবারের অন্যান্য সদস্যরাও থাকবেন এই জুটির পাশে। দীপিকা পাড়ুকোন বর্তমানে ছুটিতে রয়েছেন। কর্মবিরতিতে তিনি। তবে রণবীর সিং কাজে ফিরেছেন। বাড়িতে একরত্তিকে রেখে তিনি বাইরে। কী করছেন দীপিকা? এবার সেই খবর এ সামনে।
বলিউডের ট্রেন্ড অনুযায়ী স্টারকিডরা সাধারণত বড় হয়ে ওঠেন ন্যানি অর্থাৎ পরিচারিকার হাত ধরেই। তবে নিজের মেয়ের বেলায় এই পথ মোটেও অনুসরণ করবেন না দীপিকা। নিজেই দেখাশোনা করবেন মেয়ের, ইংরেজিতে যাকে বলে ‘হ্যান্ডস অন মম’। মধ্যবিত্ত পরিবারে এটাই দস্তুর হলেও তারকাদের ক্ষেত্রে এমন চিত্র কিন্তু খুব একটা দেখা যায় না। তবে দীপিকাকে সত্যি রণবীরের পথ চেয়ে বসে, মেয়েকে আগলাচ্ছেন, এবার সেই ছবি এল সামনে।
ইনস্টা স্টোরিতে তিনি শেয়ার করলেন একটি ভিডিয়ো। যেখানে দেখা গেল একটি মেয়ে বাইনাকুলার নিয়ে ছুটে যাচ্ছে দরজায়। দীপিকা লিখলেন, ‘আমি, যখন আমার স্বামী আমায় বলেন, ৫টায় ফিরবেন, আর ঘড়িতে বাজে ৫টা ১’।