PM Narendra Modi: কথা রাখলেন প্রধানমন্ত্রী, নমোকে কাছে পেয়ে আবেগে ভাসলেন ১০১ বছরের প্রাক্তন আমলা

PM Narendra Modi: দেখা করার কথা দিয়েছিলেন। সেইমতো কুয়েতে প্রাক্তন আইএফএস অফিসার মঙ্গল সৈন হান্দার সঙ্গে এদিন দেখা করেন মোদী। সেখানে আরও অনেক অনাবাসী ভারতীয় ছিলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ১০১ বছরের মঙ্গল সৈন হান্দা।

PM Narendra Modi: কথা রাখলেন প্রধানমন্ত্রী, নমোকে কাছে পেয়ে আবেগে ভাসলেন ১০১ বছরের প্রাক্তন আমলা
কুয়েতে ১০১ বছরের প্রাক্তন আমলার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Updated on: Dec 21, 2024 | 7:02 PM

কুয়েত: এক্স হ্যান্ডলে একটা অনুরোধ। আর সেই অনুরোধ রেখে কুয়েতে অনাবাসী ভারতীয়দের মন জয় করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়েতে ১০১ বছরের এক প্রাক্তন ভারতীয় আমলার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কুয়েতে পৌঁছেছেন। তাঁর সফরের কয়েক ঘণ্টা আগে কুয়েতে বসবাসকারী এক প্রাক্তন IFS অফিসারের নাতনি একটি টুইট করেন। ১০১ বছরের প্রাক্তন ভারতীয় আমলা মঙ্গল সৈন হান্দার নাতনি শ্রেয়া জুনেজা এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, তাঁর দাদু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। শ্রেয়া জানান, তাঁর দাদু প্রধানমন্ত্রীর গুণমুগ্ধ। সেই টুইটের জবাবে মোদী জানান, তিনি প্রাক্তন আমলার সঙ্গে দেখা করবেন। মোদীর জবাব পেয়ে শ্রেয়া লেখেন, “আপনি আবার আমাদের হৃদয় জিতে নিলেন।”

দেখা করার কথা দিয়েছিলেন। সেইমতো কুয়েতে প্রাক্তন আইএফএস অফিসার মঙ্গল সৈন হান্দার সঙ্গে এদিন দেখা করেন মোদী। সেখানে আরও অনেক অনাবাসী ভারতীয় ছিলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ১০১ বছরের মঙ্গল সৈন হান্দা। প্রসঙ্গত, আইএফএস অফিসার হিসেবে ইরাক, কুয়েত, চিন, আর্জেন্টিনা, ব্রিটেন এবং কম্বোডিয়াতে কাজ করেছেন প্রাক্তন এই আমলা।

এই খবরটিও পড়ুন

শুধু মঙ্গল সৈন হান্দা নন, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যারপরনাই খুশি হন অনাবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গল হান্দার পুত্র প্রদীপ হান্দা বলেন, “এটা আমাদের কাছে স্মরণীয় মুহূর্ত। আমার বাবা ভারতীয় রাজনীতি নিয়ে সবসময় কথা বলেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর আদর্শ। দূতাবাসের তরফে আমাদের জানানো হয় যে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রী এদিন আমার বাবার স্বাস্থ্যের খোঁজখবর নেন। জিজ্ঞাসা করেন, তাঁর সময়ে বিদেশ সচিব কে ছিলেন।”

৪৩ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী হিসেবে কুয়েতে পৌঁছেছেন মোদী। এর আগে শেষবার ভারতের কোনও প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী কুয়েতে এসেছিলেন ১৯৮১ সালে। কুয়েতে বহু অনাবাসী ভারতীয় বাস করেন। কুয়েতের মোট জনসংখ্যার ২১ শতাংশ অনাবাসী ভারতীয়। যা প্রায় ১০ লক্ষ।