Joint Parliamentary Committee: ‘এক দেশ, এক ভোট’ বিলের ভবিষ্যৎ কী? ৩৯ জনের যৌথ সংসদীয় কমিটিতে প্রিয়ঙ্কা-কল্যাণ

Joint Parliamentary Committee: যৌথ সংসদীয় কমিটিতে কংগ্রেসের পাঁচ সাংসদ রয়েছেন। ইন্ডিয়া জোটের সবমিলিয়ে ১৫ সদস্য রয়েছেন। তার মধ্যে যৌথ এই সংসদীয় কমিটিতে তৃণমূলের ২ সাংসদ রয়েছেন। একজন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।

Joint Parliamentary Committee: 'এক দেশ, এক ভোট' বিলের ভবিষ্যৎ কী? ৩৯ জনের যৌথ সংসদীয় কমিটিতে প্রিয়ঙ্কা-কল্যাণ
সংসদে এক দেশ এক ভোট নিয়ে বিল পেশের জন্য ভোটাভুটি হয়েছিল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2024 | 10:22 PM

নয়াদিল্লি: ‘এক দেশ, এক ভোট’ বিল নিয়ে পর্যালোচনার জন্য ৩৯ সদস্যের যৌথ সংসদীয় কমিটি গঠন করা হল। কমিটিতে রয়েছেন লোকসভার ২৭ সদস্য এবং রাজ্যসভার ১২ সদস্য। কমিটির নেতৃত্ব দেবেন রাজস্থানের পালি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ পিপি চৌধুরি। কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী ও তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যৌথ সংসদীয় কমিটিতে রয়েছেন।

দিন চারেক আগেই লোকসভায় পেশ হয়েছিল এক দেশ, এক ভোট সংক্রান্ত বিল। এরপর কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধীরা বিল নিয়ে ডিভিশনের দাবি তোলে। সে ক্ষেত্রে বিল নিয়ে বিতর্কের আগে ভোটাভুটি করতে হয়। মঙ্গলবার সেই ভোটাভুটিতে বিলের পক্ষে ২৬৯ জন সাংসদ ভোট দেন। আর বিপক্ষে ভোট দেন ১৯৮ জন।

এরপর বিলটি পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গড়া হয়। এদিন সেই কমিটির ৩৯ জন সদস্যের নাম ঘোষণা করা হল। কমিটিতে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপির ১৬ সদস্য রয়েছেন। বিজেপির মণীশ তিওয়ারি, অনুরাগ ঠাকুর, সম্বিত পাত্রের মতো লোকসভার সাংসদরা এই কমিটিতে রয়েছেন। সবমিলিয়ে এনডিএ-র ১৯ সদস্য রয়েছেন যৌথ সংসদীয় কমিটিতে।

অন্যদিকে, এই কমিটিতে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ কংগ্রেসের পাঁচ সাংসদ রয়েছেন। ইন্ডিয়া জোটের সবমিলিয়ে ১৫ সদস্য রয়েছেন। তার মধ্যে যৌথ এই সংসদীয় কমিটিতে তৃণমূলের ২ সাংসদ রয়েছেন। একজন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।

ইন্ডিয়া ও এনডিএ জোটের বাইরে থাকা বিজেডি ও জগন্মোহন রেড্ডির YSRCP-র মতো দলের সাংসদরাও কমিটিতে রয়েছেন।

প্রথমে ঠিক ছিল যৌথ সংসদীয় কমিটিতে ৩১ জন সদস্য থাকবেন। সেটা এখন বাড়িয়ে ৩৯ জন করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট দেবে। তবে চাইলে বিল পর্যালোচনার জন্য সময় বাড়ানোর আবেদন জানাতে পারে কমিটি। পর্যালোচনা শেষ যৌথ সংসদীয় কমিটি কী রিপোর্ট দেয়, সেটাই দেখার।

কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?