Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাত ধরে টান, মুখ ঢাকল ওড়না দিয়ে…কী এমন হল যে মহাকুম্ভ ছেড়ে চলে গেলেন ভাইরাল মোনালিসা?

Mahakumbh: ইন্দোরের বাসিন্দা মোনালিসা ভোসলে তাঁর বাবার সঙ্গে মহাকুম্ভে এসেছিল মালা বেচতে। নেটিজেনদের নজর কাড়ে তাঁর খয়েরি চোখ ও মিষ্টি হাসি। ব্যাস হিড়িক পড়ে যায় তাঁর সঙ্গে ছবি তোলার। ব্যবসা করা তো দূর, তাঁবুর বাইরে পা রাখাও দুরস্থ হয়ে যায় মোনালিসার।

হাত ধরে টান, মুখ ঢাকল ওড়না দিয়ে...কী এমন হল যে মহাকুম্ভ ছেড়ে চলে গেলেন ভাইরাল মোনালিসা?
মহাকুম্ভে ভাইরাল মোনালিসা।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 24, 2025 | 7:48 AM

প্রয়াগরাজ: মহাকুম্ভে এসেছিল হাতে তৈরি মালা বিক্রি করতে। ভেবেছিল দু-চার টাকা যা কিছু অতিরিক্ত আয় হবে, তাতে কিছুটা হলেও পরিবারের উপরে চাপ কমবে। কিন্তু মালার বদলে লোকজনের নজর পড়েছিল তাঁর চোখে। অদ্ভুুত মায়াবী চোখ। তাতেই মুগ্ধ গোটা দেশ। রাতারাতি ভাইরাল মহাকুম্ভের সুন্দরী মালা বিক্রেতা মোনালিসা।  তবে ভাইরাল হওয়ারও যে অনেক বিড়ম্বনা। কুম্ভমেলাতেই এমন হেনস্থা হতে হল যে বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হল মোনালিসাকে!

ইন্দোরের বাসিন্দা মোনালিসা ভোসলে তাঁর বাবার সঙ্গে মহাকুম্ভে এসেছিল মালা বেচতে। নেটিজেনদের নজর কাড়ে তাঁর খয়েরি চোখ ও মিষ্টি হাসি। ব্যাস হিড়িক পড়ে যায় তাঁর সঙ্গে ছবি তোলার। ব্যবসা করা তো দূর, তাঁবুর বাইরে পা রাখাও দুরস্থ হয়ে যায় মোনালিসার। বাইরে বেরলেই ছেঁকে ধরছে লোকজন। হাত ধরে টানাটানি, ছবি তোলার জন্য জোরাজুরি। এমনকী মোনালিসা যে তাঁবুতে থাকছিল, সেখানেও চড়াও হয় একদল যুবক।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে লাল সালোয়ার পরা মোনালিসাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে লোকজন সেলফি তোলার জন্য। তাঁর পরিবারের সদস্যরা কোনওমতে মোনালিসাকে টেনে বের করে আনেন। মাটিতে মুখ ঢেকে বসে পড়ে ভাইরাল কন্যা।

এরপরই আর দেরি করেননি মোনালিসার পরিবার। ইন্দোর ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে মোনালিসা বলেন, “আমার ও পরিবারের সুরক্ষার কথা ভেবে আমি ইন্দোরে ফিরে যাচ্ছি। যদি সম্ভব হয়, তবে পরের মহাকুম্ভে আবার আসব।”

তবে মোনালিসার সঙ্গে ছবি তোলার জন্য এমন হেনস্থা করার ভিডিয়ো সামনে আসতেই, সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলেছেন, খ্যাতির বিড়ম্বনা এটাই। সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হচ্ছে না মোনালিসাকে।