Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবার অত্যাচার, অটোচালকের লাগাতার ধর্ষণ, যুবতীর যৌনাঙ্গে মিলল সার্জিকাল ব্লেড! রহস্য উদঘাটন করতেই ঘোল খাচ্ছে পুলিশ

Crime: পুলিশ জানিয়েছে, নির্যাতিতা প্রথমে জানিয়েছিল সে অনাথ। উত্তর প্রদেশের বারাণসীতে তাঁর বাড়ি। কাকার সঙ্গে সে মুম্বই এসেছিল। সেখানেই অটোচালকের সঙ্গে পরিচয়। তারপরই ওই ব্যক্তি তাঁকে একাধিকবার ধর্ষণ করে।

বাবার অত্যাচার, অটোচালকের লাগাতার ধর্ষণ, যুবতীর যৌনাঙ্গে মিলল সার্জিকাল ব্লেড! রহস্য উদঘাটন করতেই ঘোল খাচ্ছে পুলিশ
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Jan 24, 2025 | 11:09 AM

মুম্বই: কাকে ভরসা করবে? পরিবারের অত্যাচার, বাবার অত্যাচারের কথা যাকে ভরসা করে বলেছিলেন, তার হাতেই নৃশংস অত্যাচারের শিকার যুবতী। প্লাস্টিকে মোড়া সার্জিকাল ব্লেড ও ছোট পাথরের টুকরো পাওয়া গিয়েছে যুবতীর যৌনাঙ্গের ভিতরে! ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় অটোচালক। মুম্বইয়ের একটি রেলস্টেশনের কাছে তাঁর সঙ্গে যুবতীর দেখা হয়েছিল। পরিচয়ের পর যুবতী তাঁর জীবনের দুঃখের ঘটনা খুলে বলে। নিজের বাড়িতে যুবতীকে আশ্রয় দেবে, এই কথা বলে অটোচালক তাঁকে নিয়ে ১২ কিলোমিটার দূরে আরনালায় নিয়ে যায়। সেখানে দুইবার ধর্ষণ করে।

তবে পুলিশ ওই যুবতীকেও সন্দেহ করছে। তার বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যক্তি ধর্ষণ করে থাকলেও, যুবতীর যৌনাঙ্গে সে ব্লেড ঢোকায়নি। এটা যুবতীরই কাজ। ইতিমধ্যেই যুবতীকে জেরা করা শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা প্রথমে জানিয়েছিল সে অনাথ। উত্তর প্রদেশের বারাণসীতে তাঁর বাড়ি। কাকার সঙ্গে সে মুম্বই এসেছিল। সেখানেই অটোচালকের সঙ্গে পরিচয়। তারপরই ওই ব্যক্তি তাঁকে একাধিকবার ধর্ষণ করে।

যদিও পরে জানা যায়, ওই যুবতী আসলে মুম্বইয়ের নালাসোপারার বাসিন্দা। সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কারণ তাঁর বাবা তাকে ও তাঁর মাকে মারধর করত। বাবাকে বলেছিল, অন্যত্র চাকরি পেয়েছে। অনেকটা দূরত্ব হওয়ায়, বাড়িতে থাকা সম্ভব নয়।

যুবতীর বয়ান অনুযায়ী, বাড়ি থেকে পালিয়ে আসার পর রেলস্টেশনে ওই অটোচালকের সঙ্গে তাঁর পরিচয় হয়। কথাবার্তা বলে ভাল লাগে বলে যুবতী তাঁর পারিবারিক সমস্যার কথা খুলে বলে। অশান্তির জন্য সে আত্মহত্যার কথা ভাবে বলেও জানায়। তখন তাঁকে সান্তনা দেয় ও নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তারপরই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত।

পুলিশের অনুমান, বাড়ি ফিরে ফের বাবার নির্যাতনের শিকার হতে হবে, এই ভয়ে যুবতী নিজেই তাঁর যৌনাঙ্গে ব্লেড ভরেছিল। যুবতীর মানসিক ভারসাম্য ঠিক নেই বলেই পুলিশের সন্দেহ।