VIDEO: দুরন্ত গাড়ির উড়ন্ত ভল্ট ৮ বার! প্রাণে বেঁচে যাত্রীরা বললেন, ‘এক কাপ চা দিন’
Car flipped eight times: দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িতে পাঁচ যাত্রী ছিলেন। হাইওয়েতে টার্ন নেওয়ার সময় আটবার পাল্টি খায় গাড়িটি। একটি গাড়ির শোরুমের সামনে এসে লোহার গেটের উপর পড়ে।
বিকানের: ভয়াবহ। দুর্ঘটনার জেরে আটবার পাল্টি খেল গাড়ি। আগুন ধরে গেল। ভিতরে যাত্রীদের অবস্থা ভেবে আতঙ্কিত পথচারীরা। কিন্তু, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীরা জখম হলেন না। দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাগাউরে। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে।
দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িতে পাঁচ যাত্রী ছিলেন। হাইওয়েতে টার্ন নেওয়ার সময় আটবার পাল্টি খায় গাড়িটি। একটি গাড়ির শোরুমের সামনে এসে লোহার গেটের উপর পড়ে। আগুনও ধরে যায় গাড়িতে। যদিও আগুন তৎক্ষণাৎ নিভেও যায়। মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটে।
এই খবরটিও পড়ুন
দুর্ঘটনার পর প্রথমে চালক গাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপর একে একে আরও চারজন গাড়ির বাইরে বেরোন। তাঁরা গাড়ির শোরুমের ভিতরে যান। সবাইকে অবাক করে বলেন, “আমাদের একটু চা দিন।”
राजस्थान के नागौर में दुर्घटना के बाद कार ने इतने पलटे खाये कि गिनती करना मुश्किल हो गया। सुखद बात यह रही कि इतना होने पर भी सब सुरक्षित रहे।#Nagaur #Rajasthan pic.twitter.com/9GC3bMoZOl
— Ajit Singh Rathi (@AjitSinghRathi) December 21, 2024
গাড়ির শোরুমের এক কর্মী বলেন, “গাড়ির ভিতর থাকা কে জখম হননি। এমনকি, তাঁদের গায়ে আঁচড়ও পড়েনি। শোরুমে ঢুকে চা খেতে চান তাঁরা।” জানা গিয়েছে, ওই পাঁচজন নাগাউর থেকে বিকানের যাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো।