ছেলের বিয়েতে নাকি গান গাইবেন টেলর সুইফ্ট! অম্বানীকে সত্যি টেক্কা দেবেন আদানি?
Gautam Adani: সুরাটের হিরে ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে দিভা শাহের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন জিৎ আদানি। ২০২৩ সালের মার্চ মাসে আহমেদাবাদে একটি পারিবারিক অনুষ্ঠানে তাঁদের বাগদান হয়েছিল। বিয়ের অনুষ্ঠানও আহমেদাবাদেই হবে।
মুম্বই: সাত পাকে বাঁধা পড়ছেন দেশের অন্যতম বড় শিল্পপতি গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানি। আগামী ৭ ফেব্রুয়ারি বিয়ে। এর আগে ২০২৪ সালে মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়ে দেখেছে দেশ তথা বিশ্ববাসী। বলিউড-হলিউড তারকা থেকে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। সকলকে দেখা গিয়েছিল অম্বানী পরিবারের বিয়ের অনুষ্ঠানে। গৌতম আদানির ছেলের বিয়েতেও কি একই রকম চাঁদের হাট বসবে?
উত্তরটা হল, না। জাঁকজমক ছাড়াই, সেলিব্রেটিদের উপস্থিতি বাদ দিয়েই অতি সাধারণভাবে গৌতম আদানির ছোট ছেলের বিয়ে হবে। জল্পনা শোনা গিয়েছিল, আদানির ছেলের বিয়েতে ইলন মাস্ক, বিল গেটসের মতো ব্যক্তিত্বরা আসতে পারেন। বিয়েতে পারফর্ম করবেন টেলর সুইফ্ট।
বর্তমানে সপরিবারে মহাকুম্ভে গিয়েছেন শিল্পপতি গৌতম আদানি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর ছেলের বিয়ে কি ‘সেলিব্রিটিদের মহাকুম্ভ’ হতে চলেছে? উত্তরে তিনি বলেন, “একদম নয়। খুব সাধারণ বিয়ে হবে…সাধারণ মানুষদের মতো করে।”
সুরাটের হিরে ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে দিভা শাহের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন জিৎ আদানি। ২০২৩ সালের মার্চ মাসে আহমেদাবাদে একটি পারিবারিক অনুষ্ঠানে তাঁদের বাগদান হয়েছিল। বিয়ের অনুষ্ঠানও আহমেদাবাদেই হবে।
আদানির ছেলের বিয়ের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রটেছিল যে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ মোতেরা স্টেডিয়াম থেকে সরানো হয়েছে বিয়ের অনুষ্ঠানের জন্য। বিয়েতে ১ হাজারেরও বেশি সুপারকার, ১০০ প্রাইভেট জেট আনা হবে। ৫৮টি দেশ থেকে শেফ আনা হবে, যার খরচ পড়বে ১০ হাজার কোটি টাকা!
যদিও এই সমস্ত কিছুই জল্পনা বলে উড়িয়ে দিয়ে গৌতম আদানি বলেছেন, “আমার বেড়ে ওঠা ও কাজ করার পদ্ধতি খেটে খাওয়া মানুষের মতোই। জিতও মা গঙ্গার আশীর্বাদ নিতে এসেছে। এই বিয়ে খুব সাধারণ ও পারিবারিক অনুষ্ঠান হবে।”
মহাকুম্ভে গিয়েছেন গৌতম আদানি। সেখানে তিনি হনুমান মন্দিরে পুজো দিয়েছেন, ইসকনের মহাপ্রসাদ সেবায় অংশ নিয়ে ১ লক্ষ মানুষকে প্রতিদিন বিনামূল্যে খাওয়াচ্ছেন। পাশাপাশি ১ কোটি প্রার্থনার বইও বিতরণ করেছেন।