শ্বেতাকে চুমুতে ভরালেন রুবেল, জানুয়ারির কবে চারহাত এক হবে?

অনেক দিন ধরেই আলোচনা চলছে যে নতুন বছরে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিন্তু তারিখ প্রকাশ্য়ে আনতে রাজি নন। গত ১৫ ডিসেম্বর আশীর্বাদ সেরেছেন তাঁরা। এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে টলিপাড়ার অন্যতম আলোচিত জুটিকে নিয়ে কথা হচ্ছে। তাঁরা হলেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস।

শ্বেতাকে চুমুতে ভরালেন রুবেল, জানুয়ারির কবে চারহাত এক হবে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2024 | 6:53 PM

অনেক দিন ধরেই আলোচনা চলছে যে নতুন বছরে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিন্তু তারিখ প্রকাশ্য়ে আনতে রাজি নন। গত ১৫ ডিসেম্বর আশীর্বাদ সেরেছেন তাঁরা। এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে টলিপাড়ার অন্যতম আলোচিত জুটিকে নিয়ে কথা হচ্ছে। তাঁরা হলেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। কয়েক দিন আগে সবাইকে চমকে দিয়েই প্রকাশ্যে আসে তাঁদের আশীর্বাদের বেশ কিছু ছবি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আশ্বীর্বাদ সারেন তাঁরা। শনিবার প্রকাশ্যে এল নায়ক নায়িকার প্রি-ওয়েডিং ভিডিয়ো। যেখানে কখনও শাড়ি, কখনও গাউনে দেখা গেল নায়িকাকে। মানানসই সেজেছিলেন নায়ক রুবেলও। হবু স্ত্রীয়ের খোঁপায় লাগিয়ে দিলেন লাল গোলাপ। চুমুতে ভরিয়ে দিলেন শ্বেতাকে। কিন্তু এখন প্রশ্ন হল তাঁদের বিয়ে কবে? সূত্র বলছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। নয় ১৭ জানুয়ারি বা ১৯ জানুয়ারি বিয়ে করবেন তাঁরা? যদিও চূড়ান্ত কিছু নায়ক নায়িকার তরফে জানানো হয়নি।

উল্লেখ্য কিছু দিন আগে শোনা গিয়েছিল তাঁদের বিয়ে ভেঙে যাচ্ছে। এমনটাই শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। নিন্দকের মন্তব্যে যে কোনও গুরুত্ব দিতে রাজি নন তাঁরা সে কথা আগেই স্পষ্ট করেছিলেন। শ্বেতা-রুবেলের নতুন পোস্ট আরও একবার সে কথাই স্পষ্ট করে। একসঙ্গে নিজেদের আদুরে ছবি পোস্ট করেছেন যুগলে। যে ছবি পোস্ট করে তাঁরা লেখেন, “আমরা একসঙ্গে আছি। ভালবাসায় আছি।” এই মুহূর্তে অভিনেত্রীকে দর্শক দেখছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে। এমনই সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেম। বিয়ের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই নাকি ফটোগ্র্যাফারকে বলা হয়ে গিয়েছে। প্রস্তুতি অনেকটাই সারা হয়ে গিয়েছে। তবে এখনই বিয়ের তারিখ প্রকাশ্যে আনতে চান না তাঁরা। তাই তারিখ এখনও গোপনে রেখেছেন জুটিতে। খুব শীঘ্রই নাকি তাঁদের অনুরাগীদের জন্য আসতে চলেছে বড় চমক।